NOW READING:
কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত? আর জি কর মেডিক্যালে CISF-এর DIG
August 21, 2024

কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত? আর জি কর মেডিক্যালে CISF-এর DIG

কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত? আর জি কর মেডিক্যালে CISF-এর DIG
Listen to this article


সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতার সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। এদিন সকাল ৯টা নাগাদ টিম নিয়ে আর জি কর মেডিক্যালে যান CISF-এর DIG কুমারপ্রতাপ সিং। হাসপাতালে কতগুলো বিল্ডিং রয়েছে, কোন বিল্ডিংয়ে কতগুলি বিভাগ, হাসপাতালে কতগুলি গেট রয়েছে, পুলিশের সংখ্যা কত, কোন জায়গায় কত আধাসেনা মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তার রূপরেখা ঠিক করতে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং হাসপাতালের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন CISF-এর DIG. ১৪ অগাস্ট মধ্যরাতে হাসপাতালের যে গেট দিয়ে হামলাকারীরা ঢুকেছিল, এদিন সেখানেও যান তিনি। 

অন্যদিকে, প্রথম দিনের পর আর হাসপাতালে আসেননি নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। সূত্রের খবর, স্বাস্থ্য ভবন থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। হাসপাতালে নিয়মিত আসছেন উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায়। 



Source link