
এই পরিস্থিতির মধ্যে আংশিক কর্মবিরতির ডাক দিয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতলে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবার সরব হয়েছে বেসরকারি হাসপাতালগুলিও।

আগামী ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত আংশিক কর্মবিরতির ডাক দিয়েছে তারা।

শনিবার ধর্মতলায় সাংবাদিক বৈঠক করে তারা জানায়, বর্তমান পরিস্থিতি দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাগরিক সমাজের মিছিলের ফলে এমনিতেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে তারপর বেসরকারি চিকিৎসদের এই সিদ্ধান্ত সরাসরি রোগীদের উপর প্রভাব ফেলবে।

১৪ খেকে ১৬ অক্টোবর পর্যন্ত আংশিক কর্মবিরতি পালন করবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

আংশিক কর্মবিরতির ঘোষণা করেছে কলকাতা মেডিক্যাল কলেজেও।

ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরাও আংশিক কর্মবিরতির ঘোষণা করেছে।

আংশিক কর্মবিরতির রাস্তাতে হাঁটছে এসএসকেম মেডিক্যাল কলেজ ও হাসপাতালও।

বেসরকারি হাসপাতালগুলির মধ্য আংশিক কর্মবিরতি পালন করবে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল, মনিপাল হাসপাতাল ও আর এন টেগোর হাসপাতাল।
Published at : 12 Oct 2024 10:28 PM (IST)
আরও জানুন জেলার
আরও দেখুন
+ There are no comments
Add yours