NOW READING:
‘আন্দোলনের পথ ভুলিনি’, আর জি কর প্রসঙ্গে বললেন বিপ্লব চন্দ্র
December 9, 2024

‘আন্দোলনের পথ ভুলিনি’, আর জি কর প্রসঙ্গে বললেন বিপ্লব চন্দ্র

‘আন্দোলনের পথ ভুলিনি’, আর জি কর প্রসঙ্গে বললেন বিপ্লব চন্দ্র
Listen to this article



<p>RG Kar Rally: কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। বিচারের দাবিতে ৪ মাস পার, কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি। ৭ নভেম্বরের পরে কাল ফের সুপ্রিম কোর্টে আর জি কর-মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি। .</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>অশান্ত বাংলাদেশ, পরপর মন্দির ভাঙচুর, আক্রান্ত হিন্দুরা, চলছে হুমকিও। আজ ভারত-বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক চলছে ঢাকায়। বাংলাদেশ নিয়ে বিধানসভায় ফের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে’। ‘যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা ল্যাবেঞ্চুস চুষবো’।’এটা ভাবার কোনও কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো’। ‘তবে আমরা চাই হিংসা নয় শান্তি ফিরুক’। ‘আমাদের সরকারের পলিসি হল কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো’।’আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে’। ‘আমি প্রত্যকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে’। ‘সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ’, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।</p>



Source link