‘আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে না তো?’ কাদের নিয়ে আশঙ্কাপ্রকাশ করলেন দেবলীনা?
<p>RG Kar Update: ‘সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়েছে, এটা আমার কাছে কোনও খবরই নন। এই ঘটনার মধ্যে যে একমাত্র দোষী ধরা পড়েছিল তার একদিন না একদিন শাস্তি হবেই। ৪৮ ঘণ্টা পরেই সঞ্জয় রায়কে ধরেছিল কলকাতা পুলিশ। আমরা এখনও তিমিরেই পড়ে আছি। সিবিআইয়ের তরফ থেকে কী এগোল? একজনের পক্ষে এই খুন করা সম্ভব নয়, ৫-৬ জন মিলে করা সম্ভব। একজন ধরা পড়ল বাকিরা কোথায়? বাকিরা যদি ঘরে বসে থাকে তাহলে আমি নিরাপদ কোথায়?’ বললেন দেবলীনা দত্ত।</p>
<p> </p>
<p> </p>
<p> </p>
<p>’সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই, ফাঁসিই একমাত্র পথ যদি পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে যায়। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনও অর্থ নেই। সঞ্জয়ের মতো ধর্ষকের পিছনে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন’, ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘সাম্প্রতিক অতীতে কলকাতা ও রাজ্য পুলিশ প্রশংসনীয়ভাবে এই ধরণের একের পর এক মামলায় ১ থেকে ২ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করেছে। দোষীদের প্রত্যেকের ফাঁসির সাজা হয়েছে, কিন্তু আর জি কর মেডিক্যালের ক্ষেত্রে তা হল না’, ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের।</p>
Source link