# Tags
#Blog

আর জি করের ঘটনার প্রতিবাদ, মিছিলে সামিল বাম-কংগ্রেস

আর জি করের ঘটনার প্রতিবাদ, মিছিলে সামিল বাম-কংগ্রেস
Listen to this article



<p>ABP Ananda Live: আর জি কর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের ছবি দিয়ে পোস্ট কুণাল ঘোষের। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের প্রসঙ্গ পোস্টে। এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই, পোস্ট কুণালের। ‘আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে’ কুণাল ঘোষের পোস্টে রাজনৈতিক মহলে জল্পনা।&nbsp; আরও খবর, RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় CBI-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে CGO কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। আর জি করের নারকীয় ঘটনায় (RG Kar Incident)দোষীদের ফাঁসির দাবি জানিয়ে, আজ পথে নামলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। মৌলালি (Moulalai)থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে, ফের ভাঙচুরের জন্য় বাম-রামকে দায়ী করেছেন মুখ্য়মন্ত্রী। বললেন, ‘আর জি কর মেডিক্যালে ভাঙচুর করেছে সিপিএম-বিজেপি। প্রমাণ লোপাটের চেষ্টা করতে ঢুকেছিলেন, ভুল করে গিয়েছিলেন সেকেন্ড ফ্লোরে।</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal