NOW READING:
RG কর কাণ্ডে CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে বেহালায় সাইকেল র‍্যালি
December 15, 2024

RG কর কাণ্ডে CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে বেহালায় সাইকেল র‍্যালি

RG কর কাণ্ডে CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে বেহালায় সাইকেল র‍্যালি
Listen to this article



<p>RG Kar Update: আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে বেহালায় সাইকেল র&zwj;্যালির আয়োজন করেছে বেহালা<br />প্রতিবাদী মঞ্চ। &lsquo;সঠিক বিচার না পেলে, মিছিল হবে সাইকেলে&rsquo; এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ, যোগ দিয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, সুবর্ণ গোস্বামী। টালিগঞ্জের কাছে সোদপুর থেকে শুরু করে সিরিটি, চড়কতলা, সেনহাটি বাজার, রায় বাহাদুর রোড ধরে বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ড ছুঁয়ে মিছিল শেষ হবে বেহালা থানায়।</p>
<p>&nbsp;</p>
<p>শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সেটিং? নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটে তৃণমূল-বিজেপি সমঝোতা?&nbsp; ৫০টির মধ্যে ৩২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা । বাকি ১৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা । ভোটের খরচ বাঁচানোর জন্যই সিদ্ধান্ত, দাবি দু’দলের নেতৃত্বের । এবার সেটিং তত্ত্ব প্রকাশ্যে, কটাক্ষ সিপিএমের।&nbsp;</p>



Source link