কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar News) এক মাস পার। এখনও অধরা বিচার। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানির আগে বিচার চেয়ে ফের সারারাত পথে আন্দোলন। পথে নেমেছেন শিল্পীরাও। সদুত্তর ও বিচারের আশায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তীও (Sudipta Chakraborty)।
সদুত্তরের আশায় সাধারণ মানুষ, বিচারের দাবি সুদীপ্তারও
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কথায়, ‘যতটুকু সময় পেয়েছি, আরজি করে নিজে গিয়েছি, যাদবপুরে, ঢাকুরিয়ায়, গড়িয়াহাটে, যেখানে যেমন করে পেরেছি থেকেছি। আমি একা নয়, আমার অনেক সহকর্মী ও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকেছেন। বিশ্বাস করুন, আমি নামছি কি না আর গুরুত্বপূর্ণই নয়, কারণ এত মানুষ নেমেছেন রাস্তায়। যতদিন না আমরা সদুত্তর পাচ্ছি, যেগুলো লুকনোর চেষ্টা হচ্ছে, সেই সত্যগুলি যেন আমরা জানতে পারি। বিচারব্যবস্থা নিজের সময় নিন, কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে যার উত্তর আমাদের চাই। জুনিয়র ডাক্তাররা যে প্রশ্ন তুলেছেন তার উত্তর কিন্তু আমাদের চাই।’
তিনি আরও বলেন, ‘রং তুলি নাচ গান শিল্পের মাধ্যমে প্রতিবাদ দেখে মনে হচ্ছে কলকাতা আছে কলকাতাতেই। এমন আন্দোলন আমরা কেউই দেখিনি আগে। এই আন্দোলন নিজে নিজে তৈরি হয়েছে, তাই এটা নিজেই নিজের পথ তৈরি করে নেবে, আমাদের শুধু সঙ্গে থাকতে হবে।’ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুদীপ্তা চক্রবর্তী। চিকিৎসক খুনের এই নৃশংস ঘটনার প্রতিবাদে তিনি সরব হয়েছেন বারবার।
আরও পড়ুন: RG Kar News: ‘শুনানি ঘিরে উত্তেজনা তৈরি না করে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে’
রবিবাসরীয় রাজপথে আছড়ে পড়ে প্রতিবাদের ঢেউ। এন আর এস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের। গড়িয়াহাট থেকে রাসবিহারী পথে নামেন ৫২টি স্কুলের প্রাক্তনীরা। এই ২ মিছিলেই সামিল হন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। কুমোরটুলিতে প্রতিবাদে সামিল হন শিল্পীরা। হেদুয়ায় বিচার চেয়ে মিছিল করলেন রিকশ চালকরা। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি রয়েছে। এদিন মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে, ১৪ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যালে কলেজে হামলার ঘটনায় রিপোর্ট দেবে কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে বিচারের আশায় দিন গুনছেন নির্যাতিতার বাবা-মা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন