‘এক মাস পরেও পথে নামতে হচ্ছে এটা আমাদের লজ্জা’, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মানসী সিন্হা
অতসী মুখোপাধ্যায়, কলকাতা: আগামীকাল, সোমবার ৯ সেপ্টেম্বর, আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar News) ১ মাস অতিক্রান্ত। কিন্তু এখনও সেই ঘটনার, নির্যাতিতার সঠিক বিচার হয়নি। আজ ফের ‘রাত দখল’, কাল সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের আরজি কর কাণ্ডের শুনানি। এই আবহে বিচার চেয়ে পথে টালিগঞ্জের কলাকুশলীরাও (Tollywood)।
পথে নামলেন টালিগঞ্জের শিল্পীরা, কী বক্তব্য মানসী সিন্হার?
অভিনেত্রী পরিচালক মানসী সিন্হা এদিন এবিপি আনন্দকে বলেন, ‘এক মাস পরেও পথে নামতে হচ্ছে, এক মাস পরেও আমরা বিচার পাইনি, এটা আমাদের লজ্জা, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা হাল ছাড়ব না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। We want justice না, we demand justice।’
আগামীকাল সুপ্রিম কোর্টে ফের আরজি কর কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা। মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ চিকিৎসকদের। গড়িয়াহাটে মানববন্ধন কর্মসূচি পালন স্কুলের প্রাক্তনীদের। সিমলা স্ট্রিটে মশাল মিছিল।
এই আবহে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে ফোন করেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ দু’জনের কথা, জহর সরকারের মতামত শুনলেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর। ‘পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, পিছিয়ে আসা সম্ভব নয়’, মুখ্যমন্ত্রীকে জানালেন জহর সরকার, সূত্রের খবর। ফোনের পর নিজের সিদ্ধান্তে অনড়, জানিয়েছেন জহর সরকার, সূত্রের খবর। ১১ সেপ্টেম্বর দিল্লি যাচ্ছেন জহর সরকার, ১২ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেবেন, সূত্রের খবর। অন্যদিকে ফের তৃণমূলের নিশানায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা। বিরোধীদের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে আন্দোলনকারীদের সিপিএম ও বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন মালদার দুই তৃণমূল নেতা। পাল্টা সুর চড়িয়েছেন বিরোধীরাও।
আরও পড়ুন: RG Kar News: ‘স্বাধীন দেশের নাগরিক হিসেবে সুরক্ষা আমার জন্মগত অধিকার’, দাবি অপরাজিতা আঢ্যর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন