<p><strong>হিন্দোল দে, কলকাতা:</strong> আর জি কর কাণ্ডের প্রতিবাদের (RG Kar Protest) জের, অভিনেত্রীকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ। অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে (Rupa Bhattacharya) সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ। সাইবার সেলে অভিযোগ অভিনেত্রী রূপা ভট্টাচার্যর। ইমেলে মুখ্যমন্ত্রীকেও অভিযোগ করা হয়েছে, দাবি অভিনেত্রীর। </p>
<p><strong>আর জি কর কাণ্ডের প্রতিবাদের জের, সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের ‘হুমকি’ অভিনেত্রীকে!</strong></p>
<p>আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ নাগরিক থেকে তারকা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এবার এই ঘটনার প্রতিবাদে অংশ নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় লাগাতার ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। এবিপি আনন্দকে অভিনেত্রী বলেন, ‘একজন নারীর কর্মক্ষেত্রে সুরক্ষা, তাঁর সঙ্গে হওয়া নৃশংস ধর্ষণের বিরুদ্ধে, এবং বারবার নারী সুরক্ষার প্রশ্ন উঠে এসেছে যেখানে, তার প্রতিবাদেই পথে নেমেছিলাম। একজন অভিনেত্রী নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে পথে নেমেছিলাম। তারপরেও আমাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোফাইল থেকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। ঘুরেফিরে ব্যাপারটা তো সেই নারী সুরক্ষা, একই ইনসিকিউরিটির জায়গাতেই রইল।'</p>
<p>অভিনেত্রী আরও বলেন, ‘আমি এই আন্দোলনে সামিল হয়েছিলাম প্রথমত যে অন্যায়টা ঘটেছে, সেটা একটা সামাজিক অপরাধ। প্রশাসনের দায়িত্ব থাকে যে অপরাধী তার বিচার করা ও শাস্তি দেওয়া। এর প্রতিবাদের পথে নামায় বিগত কিছুদিন ধরে বিভিন্ন মানুষের প্রোফাইলে, আমাকে লক্ষ্য করে অশ্রাব্য, অশ্লীল ভাষায় মন্তব্য রয়েছে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলা হচ্ছে, ‘তুই মুখ কেন খুলছিস, দুর্নীতির বিরুদ্ধে মুখ কেন খুলছিস? পুলিশ আমাদের কিছু বলবে না।’ এবং সেই সঙ্গে আমার বাড়িতে ঢুকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।'</p>
<p> </p>
<p><iframe title="RG Kar Live: আর জি কর কাণ্ডে প্রতিবাদের জের, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে হুমকি।" src="https://www.youtube.com/embed/f312FHSONkE" width="917" height="516" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>আরও পড়ুন: <a title="Jawhar Sircar : ‘যখন আমি দুর্নীতির কথা বলেছিলাম, তৃণমূলের ভাল লাগেনি, এখন অভিষেক…’, ফিরহাদের OSD-প্রসঙ্গে সরব জহর" href="https://bengali.abplive.com/district/former-tmc-mp-jawhar-sircar-on-allegation-against-osd-of-firhad-hakim-after-abhishek-banerjee-s-complaint-1097654" target="_blank" rel="noopener">Jawhar Sircar : ‘যখন আমি দুর্নীতির কথা বলেছিলাম, তৃণমূলের ভাল লাগেনি, এখন অভিষেক…’, ফিরহাদের OSD-প্রসঙ্গে সরব জহর</a></p>
<p>আরজি কর কাণ্ডের আবহে ফের হাসপাতালেই আক্রান্ত মহিলা জুনিয়র ডাক্তার, নার্স! উত্তপ্ত পরিস্থিতি সাগর দত্ত মেডিক্যালে। বিক্ষোভে জুনিয়র ডাক্তার, নার্সরা, সিপি-র সামনেই উঠল ‘হায় হায়’ স্লোগান। আর জি কর কাণ্ডের ৫০দিনে হাসপাতালেই আক্রান্ত মহিলা জুনিয়র ডাক্তার! সাগর দত্ত মেডিক্যালে তাণ্ডব, নিরাপত্তার দাবিতে ফের কর্মবিরতি। গতকালের এই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। নিরাপত্তা দিতে সংস্থার কর্মীরা ব্যর্থ হয়েছে বলেই মনে করছে কর্তৃপক্ষ। নিরাপত্তার দায়িত্ব থাকা সংস্থাকে সরিয়ে দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী কর্তৃপক্ষ। </p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1727612180814000&usg=AOvVaw02axVAG7uuAS9LewSoAG6d">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
Source link
আরজি কর কাণ্ডে প্রতিবাদের জেরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ
Read Time:6 Minute, 10 Second