কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar News) তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। কর্মবিরতিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। এই আবহেই আজ কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) গণ কনভেশনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দও (Kinjal Nanda)। কী বললেন তিনি?
আরজি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে কী বললেন কিঞ্জল নন্দ?
তিনি অভিনেতা। তবে তাছাড়াও তাঁর আরও একটা পরিচয়, তিনি চিকিৎসক। তাঁর নাম কিঞ্জল নন্দ। এদিন তিনি বলেন, ‘আমরা কেউই কাজ ফেলে রেখে এই ধরনের আন্দোলনে একেবারেই অভ্যস্ত নই। এমন একটা ঘটনা ঘটে গেছে, এবং ক্রমান্বয়ে ঘটে চলেছে, সেই বিষয়ে যে আমরা আন্দোলন করছি, আমরা মাঝে মধ্যে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি হয়তো, হয়তো বা ঠিক জায়গায় আছি। এখানে যাঁরা আছেন, সিনিয়ররা, বা আমাদের সমবয়স্করা, তাঁদের থেকে সাজেশন চাই, যে কীভাবে এই আন্দোলনকে আরও বৃহত্তর জায়গায় আমরা নিয়ে যেতে পারি। কারণ আমার মনে হয়, এখানে যাঁরা আছেন, আমাদের প্রত্যেকের একটাই দাবি ‘We Want Justice’।’
আরজি কর কাণ্ডের প্রতিবাদে গণ কনভেনশন
মীর এদিন বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় হাততালিটা নিজেদেরই দিতে পারেন, কারণ এরকম আন্দোলন আমাদের শহর দেখেনি। যে প্রতিষ্ঠানের এই অডিটোরিয়ামে আমরা বসে রয়েছি, শুধু এটাই নয়, আমাদের শহরে এরকম আরও কিছু মেডিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সিট পাওয়া তো অনেক পরের কথা, দরজা দিয়ে ঢুকতেও অনেকের বুক দুরু দুরু করে। কারণ এগুলি দেশের শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীদের সিট। আজকে আমাদের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নেমেছেন অন্যান্য ডাক্তারি সংগঠনও।’
এদিন জীতু কমলকে বলতে শোনা যায়, ‘ফেসবুকে আমি নিজে কতটা জানি সেটা প্রমাণ করার চেষ্টা করছি। আমি কিন্তু নিজে জীবনে জলে পা ভেজাইনি, মাটিতে পা লাগাইনি, রোদে কখনও ছাতা সানস্ক্রিন ছাড়া বেরোইনি। ওইরকম মানসিকতার মানুষ যখন বড় বড় করে শুধু লিখে যান, তাঁদের লেখা শেয়ার করার থেকে একটু নীরব থাকুন। শুনতে খুব তিক্ত লাগবে, বহু মানুষ এই ঘটনার মাধ্যমে একাধিক ভিডিও ‘মানিটাইজ’ করে বহু অর্থ আয় করেছেন। নিশ্চিতভাবে করেছেন। অন্যের ভিডিও নিয়ে করেছেন। কেন? আরজি করে যে আমাদের দাদা ভাইয়েরা রয়েছেন, তাঁদের পাশে এসে দাঁড়াতে পারেননি? যাঁরা এসেছেন তাঁদের কুর্নিশ জানাই।’
আরও পড়ুন: RG Kar News: ‘যাঁদের কোনওদিন মেরুদণ্ড ছিল না, তাঁদের মেরুদণ্ড অবশেষে দেখা যাচ্ছে’, মন্তব্য মীরের
অভিনেত্রী সোহিনী সরকার বলেন, ‘আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এরকম দেশে রেখে দিয়ে যেতে। এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে, আমি পারব না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে। সবাই পাশে থাকুন, এটুুকুই আমার বলার।’
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন