<p><strong>কলকাতা:</strong> ১৭ নভেম্বর আর জি কর-কাণ্ডের ১০০ দিন পূর্ণ হচ্ছে। ওইদিন অভয়া মঞ্চের ডাকে একগুচ্ছ কর্মসূচি পালন করা হবে। একশো সাইকেল মিছিল, একশো মশাল, একশো সেকেন্ড নীরবতা, একশো রাস্তার মোড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।</p>
<p><strong>একগুচ্ছ কর্মসূচি পালন:</strong> গত ৯ অগাস্টের সেই রাত কেড়ে নিয়েছিল তিলোত্তমাকে। কর্তব্যরত অবস্থায় ধর্ষণ-খুনের শিকার হয়েছিলেন তরুণী। সেই নারকীয় ঘটনার ১০০ দিন হবে আগামী ১৭ নভেম্বর, রবিবার। আর সেই উপলক্ষে আরও বাড়ছে প্রতিবাদ-আন্দোলনের ঝাঁঝ। ওই দিন বিকেল ৫টায় সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ। ওইদিন রাত ৮টায় নীরবতা পালনের ডাক দেওয়া হয়েছে। </p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em> </u></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="Tab Scam: গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ, এবার ট্যাব কেলেঙ্কারিতে বিহার-যোগ" href="https://bengali.abplive.com/district/south-24-parganas-tab-scam-bihar-connection-1105358" target="_self">Tab Scam: গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ, এবার ট্যাব কেলেঙ্কারিতে বিহার-যোগ</a></strong></p>
Source link
আরজি কর কাণ্ডের একশো দিন, অভয়া মঞ্চের ডাকে একগুচ্ছ কর্মসূচি
Read Time:2 Minute, 26 Second