NOW READING:
কোথায় কোথায় CCTV বসানো আছে, কতগুলি CCTV সচল আছে? মেডিক্যাল কলেজ চত্বরে সিসিটিভি নিয়ে তৎপরতা
August 20, 2024

কোথায় কোথায় CCTV বসানো আছে, কতগুলি CCTV সচল আছে? মেডিক্যাল কলেজ চত্বরে সিসিটিভি নিয়ে তৎপরতা

কোথায় কোথায় CCTV বসানো আছে, কতগুলি CCTV সচল আছে? মেডিক্যাল কলেজ চত্বরে সিসিটিভি নিয়ে তৎপরতা
Listen to this article


ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালে হস্টেল-সহ(RG Kar Medical College Hostel) বিভিন্ন জায়গায় সিসিটিভি(CCTV) লাগানো আছে। কোথায় কোথায় সিসিটিভি বসানো আছে? কতগুলি সিসিটিভি সচল আছে? এবার খালপাড়ের মেডিক্যাল কলেজ চত্বরে সিসিটিভি নিয়ে তৎপরতা। 

আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা নিয়ে কটাক্ষ তৃণমূলের মন্ত্রীর। ‘যাঁদের বয় কাট চুল বা যাঁরা চুল স্ট্রেট করেন, তাঁরা মদের বিরুদ্ধে প্রতিবাদ করেন না’। ‘তাঁরা মদ খান না, তাঁরা ড্রিঙ্ক করেন’। মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। মহিলাদের জিন্স পরা নিয়েও কটাক্ষ উদয়নের। বাংলাদেশ প্রসঙ্গ টেনেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ‘হাসিনাকে দেখে যাঁদের মুখে হাসি ফুটেছে, তা কী করে বন্ধ করতে হয়, তৃণমূল জানে’। ‘এই কথা মাথায় রেখে সাবধানে আন্দোলন এগিয়ে নিয়েও যাও’। ‘কিন্তু নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, তা প্রতিহত করার রাস্তা জানা আছে’। হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।



Source link