<p><strong>সিউড়ি :</strong> ‘২৭ অগাস্ট নবান্ন অভিযান হবে, সেই মিছিল দেখে ভয়ে পালাবেন মুখ্যমন্ত্রী।’ আর জি কর-কাণ্ডের প্রতিবাদ-সভায় বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির বীরভূমের প্রাক্তন জেলা সম্পাদক কালোসোনা মণ্ডল। তিনি বলেন, "২৭ তারিখ নবান্ন অভিযান। তারপর দেখবেন অন্যান্য দেশে যেমন হচ্ছে…ডাং, লাঠি নিয়ে বেরিয়ে…সেই নেত্রীকে সেই দেশ থেকে পালাতে হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন চলে যেতে হবে। কারণ, বাংলার কোনও জায়গায় তাঁকে থাকতে দেবে না।"&nbsp;</p>
<p>আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠন। এনিয়ে সোশাল মিডিয়ায় চলছে প্রচার। এদিকে, ‘নবান্ন চলো’ অভিযানের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। অভিযানে বিধিনিষেধ আরোপ করার আবেদন জানানো হলেও এখনই এবিষয়ে হস্তক্ষেপ করেনি বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।</p>
<p>’পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে সোশাল মিডিয়ায় মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কী উদ্দেশে এই অভিযান, শুক্রবার সাংবাদিক বৈঠক করে তা খোলসা করলেন উদ্যোক্তারা। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্র সায়ন লাহিড়ি বলেন, ‘মুখ্যমন্ত্রীর দলে কি আর কেউ যোগ্য ব্যক্তি নেই যে স্বাস্থ্যমন্ত্রক, পুলিশমন্ত্রক সামলাতে পারবে ?'<strong><u><br /></u></strong></p>
<p>প্রথম থেকেই নানা মহলে প্রশ্ন তোলা হচ্ছে এই নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা ? এর পিছনে কি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল রয়েছে যারা আড়়ালে থেকে এই অভিযানের ডাক দিচ্ছে ? এপ্রসঙ্গে সায়ন লাহিড়ি বলছেন, ‘আর জি কর-কাণ্ডের পর থেকে অনেক আন্দোলন হয়েছে। আমাদের সংগঠন কোনও রাজনৈতিক সংগঠন নয়। আমরা ছাত্রসমাজ। আমরা পুলিশের অনুমতি নেব না। আমাদের মিছিল স্তব্ধ করতে গেলে গোটা রাজ্য স্তব্ধ হয়ে যাবে।'<strong><br /><br /></strong>এদিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা ‘নবান্ন চলো’ অভিযানের বিরোধিতা করে শুক্রবারই <a title="কলকাতা হাইকোর্ট" href="https://bengali.abplive.com/topic/calcutta-high-court" data-type="interlinkingkeywords">কলকাতা হাইকোর্ট</a>ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। অভিযানে বিধিনিষেধ আরোপ করার আবেদন করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। যদিও এখনই এবিষয়ে হস্তক্ষেপ করেনি আদালত। চার সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।</p>
<p>এর আগে বৃহস্পতিবারই, <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে আর জি কর মামলার শুনানি চলাকালীন ২৭ তারিখের নবান্ন অভিযানের প্রসঙ্গ ওঠে। রাজ্য় সরকারের আইনজীবী এই অভিযানের বিষয়ে দেশের শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আদালত যেন আন্দোলনকারীদের নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশ দেয়। এ প্রসঙ্গেই রাজ্য় সরকারের আইনজীবী সিব্বল <a title="শুভেন্দু অধিকারী" href="https://bengali.abplive.com/topic/suvendu-adhikari" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>র মন্তব্য়ের প্রসঙ্গ তোলেন, পাল্টা সলিসিটর জেনারেল উদয়ন গুহর হুঁশিয়ারির প্রসঙ্গ টেনেন আনেন।</p>



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *