NOW READING:
বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি, বিরূপাক্ষর বিরুদ্ধে বিক্ষোভ শুরু
September 5, 2024

বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি, বিরূপাক্ষর বিরুদ্ধে বিক্ষোভ শুরু

বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি, বিরূপাক্ষর বিরুদ্ধে বিক্ষোভ শুরু
Listen to this article


ABP Ananda Live: বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি, বিরূপাক্ষর বিরুদ্ধে বিক্ষোভ শুরু। ফের কাঠগড়ায় আর জি কর মেডিক্যাল কলেজ। পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তির সময় দুর্নীতির অভিযোগ। তৎকালীন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স বুলবুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক রাজীব রঞ্জন। আগামী সপ্তাহে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুনানির সম্ভাবনা। ঘরে ঢুকে টাকা অফার করছিল পুলিশ, বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার পরিবারের। : ‘আমি এই অভাগী অভয়ার দাদা, রাখিটা এবার বাঁধতে পারিনি…আমরা বুঝতে পারিনি দেহটা হাসপাতাল থেকে বের করার এত কী তাড়া ছিল প্রশাসনের। দেহ সৎকার করার জন্য এত কী তাড়া ছিল। আমরা চেয়েছিলাম দেহ থাক। সেই সুযোগ প্রশাসন দেয়নি। সবার কাছে আমাদের দাবি এই নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যারা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক’, দাবি আরজি কর কাণ্ডের নির্যাতিতার দাদার।



Source link