NOW READING:
RG কর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদের মিছিল, এবার প্রতিবাদে সরব মোমিনপুরে চিকিৎসকরা
August 30, 2024

RG কর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদের মিছিল, এবার প্রতিবাদে সরব মোমিনপুরে চিকিৎসকরা

RG কর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদের মিছিল, এবার প্রতিবাদে সরব মোমিনপুরে চিকিৎসকরা
Listen to this article



<p>RG Kar News: RG কর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদের মিছিল, এবার প্রতিবাদে সরব মোমিনপুরে চিকিৎসকরা। জ্য মহিলা কমিশনে তালাবন্ধ কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। করুণাময়ীতে পথে লকেট-অগ্নিমিত্রারা। গোটা চত্বর পুলিশে ছয়লাপ। এয়ারপোর্টে মহিলা মোর্চার বাস আটকালে উত্তেজনা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস। কলকাতার সিপি বিনীত গোয়েলকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের। দু’সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গত সোমবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান । সেই অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে হুগলি নদীর দুই পাড়ে। লাঠি, কাঁদানে গ্যাস, জলকামানে রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে একাধিক পুলিশকর্মী গুরুতর জখম হন। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বিক্ষোভকারীরাও।</p>



Source link