<p>RG Kar News: স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভের ষষ্ঠ দিনে ৫ দফা দাবি নিয়ে ফের পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহামিছিল। জুনিয়র চিকিৎসকদের এই মিছিলে পা মেলালেন সিনিয়র চিকিৎসকরাও। ভিডিওগ্রাফি টানাপোড়েনে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক ভেস্তে যাওয়ার পর, স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে রাতভর বিক্ষোভে শামিল জুনিয়র চিকিৎসকরা। রাস্তার ওপর বসে কেউ গান গেয়ে, কেউ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। মঙ্গলবার দুপুর থেকে রবিবার সকাল, ৬ দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের ধর্না-অবস্থান। অচলাবস্থা কাটবে কবে? তার উত্তর নেই কারও কাছেই। অন্যদিকে, নবান্নের পর কালীঘাট। গতকাল ফের ভেস্তে যায় মুখ্যমন্ত্রী ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠক। আন্দোলনকারীরা দাবি করেন, দু’ তরফে ভিডিওগ্রাফি ও সেটি হস্তান্তরের দাবি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ার পরেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ৩ ঘণ্টা হয়ে গেছে। আজ আর হবে না। এ নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে ফিরে গতকাল ক্ষোভ উগরে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।</p>



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *