<p>RG Kar News: রাজ্য় সরকারের পাশাপাশি, এবার তিলোত্তমার বিচারের দাবিতে, সিবিআইয়ের ওপরেও চাপ বাড়ালেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত বিচার চেয়ে আজ সিজিও কমপ্লেক্স অভিযান করলেন আন্দোলনকারীরা। মিছিলে সামিল হলেন বহু সাধারণ মানুষ। অন্য়দিকে, আজ মশাল হাতে কলকাতার রাজপথে নামল নাগরিক সমাজও। হাইল্য়ান্ড পার্ক থেকে শুরু হওয়া মিছিলে, আছড়ে পড়ল জনস্রোত। শেষরাতে ফের বেনজির জনজোয়ার। ৪২ কিমি পথ পেরিয়ে শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মশাল তুলে দেওয়া হল নির্যাতিতার পরিবারের হাতে। ‘এই লড়াইয়ে আমরা থাকব। দাবানলের মতো মশাল ছড়িয়ে পড়ুক’।&nbsp; চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের মধ্যরাতে প্রতিবাদ। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। বিয়াল্লিশদিন ধরে টানা আন্দোলন। রাস্তায় বসেই শেষমেশ দাবি আদায়। আজ দেশজুড়ে সবার মুখে মুখে ঘুরছে বাংলার জুনিয়র ডাক্তারদের আন্দোলন। গান্ধীবাদী পথে হেঁটে, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আন্দোলন করে, রাজনৈতিক দলের থেকেও বেশি সফল হলেন জুনিয়র ডাক্তাররা। পচে যাওয়া একটা সিস্টেমের বিরুদ্ধে যে লড়াইটা শুরু হয়েছিল, আজ সেই লড়াইয়ের ফলে একাধিক দাবি তারা আদায় করতে পেরেছে। বঙ্গ রাজনীতিতে যে আপোস আমরা বারবার দেখেছি, এক্ষেত্রে সম্পূর্ণ তার উল্টো ছবি! হাজার প্রতিকূলতা ছিল, আসছিল আক্রমণও। কিন্তু সেসবকে উপেক্ষা করে, নিজেদের দাবিতে অনড় থেকে, শেষমেশ জিতলেন জুনিয়ররা। তাঁরা পাশে পেলেন বাংলা ও দেশের অসংখ্য় মানুষকে।</p>



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *