NOW READING:
আর জি কর কান্ডকে হাতিয়ার করে সুর চড়ালেন গুজরাটের মুখ্যমন্ত্রী
September 7, 2024

আর জি কর কান্ডকে হাতিয়ার করে সুর চড়ালেন গুজরাটের মুখ্যমন্ত্রী

আর জি কর কান্ডকে হাতিয়ার করে সুর চড়ালেন গুজরাটের মুখ্যমন্ত্রী
Listen to this article



<p>RG Kar News: আর জি কর কান্ডকে হাতিয়ার করে সুর চড়ালেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মমতা দিদি আমরা পদক্ষেপ চায় কথা নয়। আমাদের সকলকে দায়িত্ত্ব নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত । খারিজ জামিনের আর্জি, ২০ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়ের জেল হেফাজত । ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফের জেল হেফাজত । আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ শিয়ালদা কোর্ট। সিবিআইয়ের তদন্তকারী অফিসার না আসায় ক্ষুব্ধ বিচারক । ‘বিকেল সাড়ে ৪টেয় শুনানি চলছে, এখনও সিবিআইয়ের আইও উপস্থিত নেই’ । কোথায় আপনার পিপি? সিবিআইকে প্রশ্ন বিচারকের । পিপি রাস্তায় আছে, আসছেন, বিচারককে জানায় সিবিআই ‘সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেব? মামলার গুরুত্ব বোঝা উচিত। এটা খুব দুর্ভাগ্যজনক, মন্তব্য বিচারকের । আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের জামিনের আবেদন খারিজ।&nbsp;</p>



Source link