NOW READING:
টালা থানার ওসির পর অ্যাডিশনাল ওসিকে তলব সিবিআইয়ের
September 17, 2024

টালা থানার ওসির পর অ্যাডিশনাল ওসিকে তলব সিবিআইয়ের

টালা থানার ওসির পর অ্যাডিশনাল ওসিকে তলব সিবিআইয়ের
Listen to this article



<p>RG Kar Update: টালা থানার ওসির পর অ্যাডিশনাল ওসিকে তলব সিবিআইয়ের। ক্রাইম সিন বিকৃতির অভিযোগে কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। টালা থানার ওসি-র পর এবার অ্যাডিশনাল ওসি-কে তলব সিবিআই-এর। টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাসকে সিবিআই তলব। আইনজীবীকে নিয়ে সিজিওতে গেলেন টালা থআনার অ্যডিশনাল ওসি। : কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ করা হল বিনীত গোয়েলকে। অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হল EFR সেকেন্ড ব্যাটেলিয়নের CO করে। জ্ঞানবন্ত সিংহ হলেন এডিজি আইবি। জাভেদ শামিম হলেন এডিজি আইনশৃঙ্খলা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত-অভিষেককে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। দেবাশিস হালদারকে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন।</p>



Source link