# Tags
#Blog

আরজি করের ভাইরাল ছবি নিয়ে বাড়ছে রহস্য, লাল জামা পরিহিতের পরিচয় নিয়ে পুলিশের দাবি খারিজ IMA-র

আরজি করের ভাইরাল ছবি নিয়ে বাড়ছে রহস্য, লাল জামা পরিহিতের পরিচয় নিয়ে পুলিশের দাবি খারিজ IMA-র
Listen to this article



<p><strong>সন্দীপ সরকার, কলকাতা :</strong> আর জি কর মেডিক্যালের সেই সেমিনার রুমে ওরা কারা ? আর জি কর-কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য ! পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশের দাবি খারিজ IMA রাজ্য শাখার। ওই ব্যক্তি SSKM-এর চিকিৎসক বলে পাল্টা দাবি তাদের। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করে লালবাজার।&nbsp;</p>
<p>আরজি করে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে এত মানুষের ভিড় কেন ছিল ? ওই সময় কি সুযোগ বুঝে তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে ? এনিয়ে নানা প্রশ্নের মাঝেই বাড়ছে রহস্যের বাতাবরণ। সেমিনার রুমে ঘটনাস্থলে উপস্থিত একাধিকজনের পরিচয় নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। এনিয়ে কলকাতা পুলিশ ও IMA-র রাজ্য শাখার দুই রকম মতামত উঠে আসছে। যেখানে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, তার ঠিক কাছেই ছিলেন লাল জামা পরা এক ব্যক্তি। যাকে নিয়েই যাবতীয় বিতর্ক দানা বেঁধেছে।</p>
<p>IMA-র তরফে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে প্রশ্ন তুলে দিচ্ছে এবং পুলিশের দাবির দিকেই আঙুল উঠছে। পুলিশ দাবি করেছিল, লাল জামা পরা ওই ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ। সেক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হয়ে তিনি ওই চৌহদ্দির মধ্যে থাকতেই পারেন, এ বিষয়ে কোনও আপত্তি নেই। কিন্তু, IMA আজ যে ছবি পোস্ট করেছে সেই অনুযায়ী, উনি একজন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ দূরের কথা, ওই ব্যক্তি একজন চিকিৎসক। আরও স্পষ্টভাবে বললে, তিনি একজন চিকিৎসক পড়ুয়া। অভীক দে তাঁর নাম। SSKM হাসপাতালে সার্জারি বিভাগে PGT হিসাবে তিনি কর্মরত রয়েছেন। এর আগে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজে ছিলেন RMO হিসাবে। তাঁর বিস্তারিত পরিচয় IMA-র তরফে তুলে ধরা হয়েছে। এখন দেখার বিষয়, এবার পুলিশের তরফে কী দাবি করা হয়। পুলিশ IMA-এর এই দাবিকে মান্যতা দেয়, নাকি তাদের তরফে অন্য কোনও বক্তব্য রাখা হয়। কারণ, যদি লাল জামা পরা এই ব্যক্তি যদি পুলিশ বা তদন্তের কোনও অংশ না হন, তাহলে তিনি যে Place of Occurance বা সেমিনার রুমের মধ্যে ঢুকেছিলেন, তার পুরোটাই বেআইনি হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনকারী চিকিৎসকরা যে দাবি প্রথম থেকে করে আসছিলেন অর্থাৎ তথ্যপ্রমাণ লোপাট, তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা বা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নমুনা নষ্ট…প্রভাব খাটানো এই সমস্ত অভিযোগ মান্যতা পেয়ে যাবে।&nbsp;</p>
<p>আর একটু ভালভাবে দেখলে, ৯ তারিখ অর্থাৎ যেদিনের এই স্টিল ফুটেজটি রয়েছে, সেই ফুটেজে লাল জামা পরিহিত যে ব্যক্তিটিকে দেখা যাচ্ছে সেরকম আর একজন ব্যক্তিকে দেখা গিয়েছিল (মতান্তরে, আর একজন নাকি একই জন তা নিয়ে প্রশ্ন রয়েছে) । ইনি আরজি কর মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান এবং তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক …এঁরা যখন হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় বক্তব্য রাখছিলেন এবিপি আনন্দের ক্যামেরার সামনে, তখন তাঁদের পিছনে লাল জামা পরিহিত এক ব্যক্তিকে দেখা গিয়েছিল। গালে চাপ দাড়ি। তাঁর নাম কিন্তু অভীক দে। &nbsp;</p>



Source link

আরজি করের ভাইরাল ছবি নিয়ে বাড়ছে রহস্য, লাল জামা পরিহিতের পরিচয় নিয়ে পুলিশের দাবি খারিজ IMA-র

RG Kar News : আর জি করের

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal