# Tags
#Blog

‘গরিবদের আমাদের বিরুদ্ধে ক্ষ্যাপানোর জন্য সরকার…’,জুনিয়রদের ‘কৌশল’ বদলের পরামর্শ সিনিয়রের

‘গরিবদের আমাদের বিরুদ্ধে ক্ষ্যাপানোর জন্য সরকার…’,জুনিয়রদের ‘কৌশল’ বদলের পরামর্শ সিনিয়রের
Listen to this article



<p><strong>কলকাতা :</strong> টানা ৪২ দিন কর্মবিরতি চালানোর পর ক’দিন আগে, আংশিক কাজে ফিরেছিলেন জুনিয়র ডাক্তাররা। এর দশদিনের মাথায়, আট ঘণ্টা জেনারেল বডি মিটিং করে, দশ দফা দাবি তুলে, ফের মেডিক্য়াল কলেজ হাসপাতালগুলোতে লাগাতার পূর্ণ কর্মবিরতি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। তবে, প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও, এবার তাঁদের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় অনুরোধ জানিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ।</p>
<p>এ প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বললেন, "আমরা সিনিয়র ডাক্তাররা যেমন কাজকর্ম করেই রাস্তার আন্দোলনে আছি। জুনিয়র ডাক্তারদের পরামর্শ দিচ্ছি, কর্মবিরতি ওঁরা একটা পর্যায় করেছেন, সিনিয়র ডাক্তাররা সেটার ঘাটতি পূরণ করার জন্য বাড়তি কাজ করেছেন। যখন সরকার কৌশল নিচ্ছে যে সাধারণ গরিব মানুষ যাঁরা সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল , তাঁদের আমাদের বিরুদ্ধে ক্ষ্যাপানোর জন্য , সেই সময় আমাদেরও একটু কৌশল করা দরকার যে, কর্মবিরতির মতো পদক্ষেপ না করে, কাজ করে কীভাবে রাস্তার আন্দোলনকে তীব্রতর করা যায়।"</p>
<p>অপর এক চিকিৎসক ও আরজি কর এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য গৌতম মুখোপাধ্যায় বলেন, "আমাদের অনুরোধ তাঁদের কাছে যে রোগীর কথা বিবেচনা করে তাঁরা তাঁদের কাজে ফেরার কথা আরেকবার পুনর্বিবেচনা করুক।"</p>
<p>চিকিৎসক ও আর জি কর এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস ফ্রান্সিস বিশ্বাস বলেন, "আমি চাইব রোগীদের দিক থেকে চিন্তা করে, রোগীদের অসুবিধা হচ্ছে। আমার মনে হয় ওঁদের সিদ্ধান্ত আরেকবার ভেবে দেখা উচিত।"</p>
<p>সোমবার <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং বারবার এটাই বোঝানোর চেষ্টা করেন, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শেষ করে কাজে ফিরে গেছেন ! এমনকী, সাগর দত্ত মেডিক্য়াল কলেজে হামলার প্রসঙ্গও তিনি তোলেননি। আর এরপরই সোমবার রাতভর বৈঠক করে সেই নিরাপত্তা-সুরক্ষা সহ একগুচ্ছ দাবিতেই ফের রাজ্য়জুড়ে কর্মবিরতি শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা।</p>
<p>প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য় অধিকর্তা ও স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তাকে সরিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তারপর কর্মবিরতি উঠেছিল। এবার ফের কর্মবিরতিতে বসলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এই পদক্ষেপ। &nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em>&nbsp;&nbsp;</u></strong>&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal