NOW READING:
কালীঘাটে পৌঁছল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, বৈঠকে আর কারা ?
September 14, 2024

কালীঘাটে পৌঁছল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, বৈঠকে আর কারা ?

কালীঘাটে পৌঁছল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, বৈঠকে আর কারা ?
Listen to this article


কলকাতা : আহ্বানে সাড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আলোচনার জন্য কালীঘাটে পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা। নির্ধারিত সময় সন্ধে ৬টার ৪০ মিনিট পর মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছয় জুনিয়র ডাক্তারদের বাস। নিজেদের দাবি নিয়ে আলোচনার জন্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছে। সেইমতো স্বাস্থ্যভবনের সামনের ধর্নাস্থল থেকে বাসে রওনা দিয়ে কালীঘাটে পৌঁছে যান আন্দোলনকারীরা। কালীঘাটে ইতিমধ্যেই পৌঁছেছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ৩০ জন প্রতিনিধির দল আলোচনার জন্য গিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। RG Kar News

বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেখান থেকে ফের একবার সরব হলেন নিজেদের ৫ দফা দাবিতে। সঙ্গে এও জানিয়ে দিলেন আগের বারের মতোই ৩০-৩৫ জনের দল বৈঠকে যোগ দিতে রওনা হচ্ছে। কালীঘাটে নিজের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ আগেই মেল করে তাঁদের আহ্বান জানান মুখ্যসচিব। যার জবাবে বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 

তবে, বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একাধিক বিষয় তুললেন। জুনিয়র ডাক্তারদের তরফে চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “উনি এখানে এসেছেন মানে, আজ আমরা এই যে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি…গত ৩৫ দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি তা যে অত্যন্ত ন্যায্য… উনি এসেছেন, তার মাধ্যমে প্রমাণিত। আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এল। আমরা বলেছিলাম, আমরা এখনই যে কোনও জায়গায়, যে কোনওভাবে আলোচনায় প্রস্তুত। আমাদের ৫টা দাবি নিয়েই আলোচনা হতে হবে। স্বচ্ছভাবে হতে হবে। সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হল, আমরা ভেবেছিলাম কোনও একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে। সেটা স্বাস্থ্যভবন হতে পারে, নবান্ন হতে পারে। এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে। কিন্তু, খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হল কালীঘাটে। মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু, উনি হয়ত ভেবেছেন এই যে বাড়িতে ডেকেছেন তাই আমরা হয়তো যাব না। আমরা আমাদের ৫টা দাবি কালীঘাটে গিয়েই ওঁর কানে শুনিয়ে আসতে চাই।”

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal