NOW READING:
‘৬ অগাস্টের স্বাস্থ্য দফতরের অর্ডার কপির মধ্যে লুকিয়ে আরজি কর কাণ্ডের রহস্য,’ কী আছে কপিতে ?
September 6, 2024

‘৬ অগাস্টের স্বাস্থ্য দফতরের অর্ডার কপির মধ্যে লুকিয়ে আরজি কর কাণ্ডের রহস্য,’ কী আছে কপিতে ?

‘৬ অগাস্টের স্বাস্থ্য দফতরের অর্ডার কপির মধ্যে লুকিয়ে আরজি কর কাণ্ডের রহস্য,’ কী আছে কপিতে ?
Listen to this article


কলকাতা : আরজি করের ঘটনার আবহে ৬ অগাস্টের স্বাস্থ্য ভবনের অর্ডার ঘিরে বিতর্ক ! আরজি কর কাণ্ডে এবার রাজভবন অভিযানের ডাক। ‘৬ অগাস্টের স্বাস্থ্য দফতরের অর্ডার কপির মধ্যে লুকিয়ে আর জি কর কাণ্ডের রহস্য।’ কাল রাজভবন অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডক্টর্স ফোরামের। অর্ডারের কপি নিয়ে সিবিআই তদন্তের দাবি সার্ভিস ডক্টরস ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক সজল বিশ্বাসের।

তিনি বলেন, “আমরা মনে করি এই যে বিরাট রকমের একটা চক্রান্ত, একজন কর্তব্যরত মহিলা চিকিৎসকে ধর্ষণ এবং খুনের মতো ঘটনায়… এত বড় নৃশংস ঘটনা তাঁর কর্মস্থলে…এই যে সিবিআই কিছু খুঁজে পাচ্ছে না বলছে। পুলিশও কিছু খুঁজে পায়নি। এই যদি একটা বিষয়…পুরোটাই একটা চক্রান্ত বলে আমরা মনে করছি। স্বাস্থ্যভবন এই চক্রান্তের বাইরে আছে বলে আমরা মনে করি না। আমরা সার্ভিস ডক্টর্স ফোরামের পক্ষে মনে করি, এই অর্ডারটা ধরে যদি আজ সিবিআই তদন্ত শুরু করে , তাদের দাবি জানাচ্ছি, এই তিনজন যে ডাক্তার রয়েছেন, যাঁরা এই অর্ডারটা করেছেন…প্রত্যেককে সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসা হোক। এইজন্য দরকারে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আগামীকাল আমরা সার্ভিস ডক্টরস ফোরামের তরফে বড় রাজভবন অভিযানের ডাক দিয়েছি। আরও চাপ আমরা তৈরি করব। যাতে এই অর্ডার যারা করেছে, যাঁদের নাম রয়েছে তাঁদের প্রত্যেককে সিবিআই তদন্তের আওতায় এনে তদন্ত করা হোক। “

এদিকে আর জি কর-কাণ্ডের আবহেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল করা হয়েছে সম্প্রতি। গতকাল ও আজ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। কিন্তু, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কায় বাতিল করা হয় সেই বৈঠক। সব সদস্যকে ই-মেল করে তা জানিয়ে দেয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর জি কর-কাণ্ডে সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ বেশ কয়েকজন চিকিৎসকের নাম জড়িয়েছে। অস্বস্তি এড়াতে বৈঠক বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের? ওঠে প্রশ্ন।

এই আবহে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে পদত্যাগ করেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য তথা চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে পদত্যাগের ঘোষণা করেছেন তিনি। তিনি ছাড়াও একই ইস্যুতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফা দিয়েছেন চিকিৎসক সুমন মুখোপাধ্যায়ও।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link