‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর’, আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে সিনেমাপাড়া
অতসী মুখোপাধ্যায়, কলকাতা: আর জি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে এবার রাস্তায় নামলেন টালিগঞ্জের (Tollywood) কলাকুশলীরা। খান্না মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত হবে তাঁদের মিছিল। এই মিছিলে পা মিলিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, পাওলি দাম, ফ্যশন ডিজাইন অভিষেক রায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন এবং আরও অনেকে। এই মিছিলে রয়েছেন সিনেমাপাড়ার বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষরা। সকলের দাবি একটাই। আর জি কর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাই। নির্যাতিতা চিকিৎসকের জন্য সুবিচার চাইছেন সকলে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই পথে নেমেছে সিনেমাপাড়া।
এটাই প্রথম নয়। এর আগেও আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন টলিউডের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক এবং অন্যান্য কলাকুশলীরা। গতকাল অর্থাৎ শনিবার ১৭ অগস্ট সন্ধ্যায় গিরিশ পার্ক থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করেছেন নাট্যব্যক্তিত্বরা। তার আগে ১৪ অগস্ট ‘রাত দখলের’ মিছিলে যোগ দিয়েছিলেন টলিপাড়ার অনেকেই। ফের একবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে সুবিচার চেয়ে, দোষীদের শাস্তি চেয়ে পথে নেমেছেন সিনেমাপাড়ার কলাকুশলীরা।
অন্যদিকে আজ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মিছিল করেছেন জুনিয়র ডাক্তাররা। আজ আশুতোষ কলেজের সামনে থেকে আর জি কর হাসপাতাল পর্যন্তও একটি মিছিল হওয়ার কথা রয়েছে সন্ধ্যায়। অন্যদিকে আজ বাতিল হয়েছে ডুরান্ড ডার্বি। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে জড়ো হয়েছিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা। যোগ দিয়েছিলেন মহামেডানের সমর্থকরাও। ফুটবলপ্রেমীদের শান্তিপূর্ণ মিছিলে আচমকাই দেখা যায় উত্তেজনা। কার্যন্ত রণক্ষেত্র হয়ে ওঠে কাদাপাড়া সংলগ্ন ইএম বাইপাস সংলগ্ন চত্বর। সময় যত এগোচ্ছে বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। স্লোগানে মুখরিত রাজপথ। সকলের দাবি একটাই, তাঁরা সুবিচার চান, আর জি করের নির্যাতিতার জন্য ন্যায়বিচার চান। যুবভারতী ক্রীড়াঙ্গনের একদম সামনের এলাকা পুলিশ খালি করে দিলেও বাইপাসে প্রতিবাদের ঢেউ একচুলও কমেনি। ময়দানের তিন প্রধানের একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর। ডার্বির ১০০ বছরের ইতিহাসে সম্ভবত এই প্রথম একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান- এই তিন ক্লাব। আন্দোলনের তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তুমুল বৃষ্টিতেও পথেই রয়েছেন ফুটবলপ্রেমীরা।
আরও পড়ুন- আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ইস্ট-মোহন সমর্থকদের সঙ্গে প্রতিবাদে সামিল মোহনবাগান অধিনায়ক শুভাশিস
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন