কলকাতা: আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত, সশরীরে হাজিরার নির্দেশ।
‘আর জি করকাণ্ডে দ্বিতীয়বারের জন্য CFSL করতে ৫টি DVR ও ৫টি হার্ড ডিস্ক পাঠানো হয়েছিল, রিপোর্ট এসেছে। রিপোর্ট খতিয়ে দেখা চলছে’, আদালতে জানাল সিবিআই। ‘CFSL রিপোর্টে তথ্য নষ্ট হয়েছে কিনা জানানো হয়নি। DVR থেকে কিছু DELETE করলে EXTRACTION করা যায়। দুর্নীতি মামলায় চার্জশিট দিলেও মামলা নিয়ে কিছু জানায়নি সিবিআই’, আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর
‘জেল হেফাজতে নেওয়ার প্রয়োজন কি ? কোনও নতুন তথ্য সিবিআই দেখাতে পারেনি’, আদালতে সওয়াল অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। ‘সরকারি চাকুরে পালানোর বিষয় নেই’, আদালতে সওয়াল অভিজিতের আইনজীবীর। ‘অবশ্যই পালানোর সম্ভাবনা আছে, অন্য কেসে পুলিশ কমিশনারকে পাইনি’, আদালতে পাল্টা সওয়াল সিবিআইয়ের।
আরও পড়ুন, ‘ভয়ে দরজা বন্ধ করে থাকতে হচ্ছে হিন্দুদের..’ ! প্রতিক্রিয়া পেট্রাপোল থেকে আসা বাংলাদেশিদের
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন