# Tags
#Blog

বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়া মহামিছিল

বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়া মহামিছিল
Listen to this article


ABP Ananda LIVE: বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়া মহামিছিল। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।

সুপ্রিম কোর্টে ৩ বিচারপতির বেঞ্চে শুরু আর জি কর-মামলার শুনানি। কী হয় শুনানিতে? তারপরেই কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। সুপ্রিম কোর্টে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরলেন জুনিয়র ডাক্তাররা। ‘সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি’ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের। ছবি দিয়ে হিন্দি গানের সঙ্গে রিলস তৈরি করা হচ্ছে: আইনজীবী করুণা নন্দী। অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের: প্রধান বিচারপতি। নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে: বৃন্দা গ্রোভার। সিনেমার মুক্তি আটকাতে আইন পদক্ষেপ নিন: প্রধান বিচারপতি। ‘৭জনের বিরুদ্ধে তদন্তে সিবিআই, তারা এখনও কাজে কর্মরত?’ ‘আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই স্ক্যানারে, তারা এখনও ক্ষমতায়’। তারা ক্রাইম সিনেও ছিলেন, অবিলম্বে সাসপেন্ড করা উচিত: করুণা নন্দী। এটা কোনও সাধারণ খুনের ঘটনা নয়: ইন্দিরা জয়সিংহ। ‘চিকিৎসকদের আস্থা অর্জনে ৭জনকে সাসপেন্ড করা উচিত’। ‘সাসপেন্ড না করা হলে ৭জনকে ছুটিতে পাঠানো হোক’। ‘এখনও তারা ক্ষমতাসীন থাকলে কী করে কাজে ফিরবেন ডাক্তাররা?’ আর জি কর-কাণ্ডে প্রশ্ন চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহের। ৫জনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, দাবি রাজ্য সরকারের আইনজীবীর। রিপোর্টে আমরা এই ইঙ্গিতও দিয়েছি: সলিসিটর জেনারেল । আর্থিক দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে কারা? নাম জানতে চাইলেন প্রধান বিচারপতি। ‘আমরা এখন শুধু ধর্ষণ-খুন, আর্থিক দুর্নীতির ব্যাপারে নজর রাখছি”। ‘কিন্তু তদন্তের ব্যাপ্তি খতিয়ে দেখার প্রয়োজন হলে, দেখা হবে’। এটা একটি বড় চক্রের অংশ, আইনজীবীর অভিযোগ নিয়ে মন্তব্য আদালতের ।



Source link

বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়া মহামিছিল

R G Kar News | আরজি কর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal