কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে বাড়ছে ‘নিরাপত্তা’, RG Kar কাণ্ডের পর সতর্ক স্বাস্থ্য মন্ত্রক
নয়াদিল্লি: আরজিকর কাণ্ডে সরব কলকাতা-সহ সারা দেশ। আর এবার সারা দেশের কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
মূলত আরজিকর কাণ্ডের পর আর ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। এবার তাই কেন্দ্রের অধীনস্ত সকল হাসপাতালগুলিতে নিরাপত্তা কর্মীর সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। এদিন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে, মূলত দেশের সকল কেন্দ্রীয় সরকারের অধীনস্ত হাসপাতালগুলিতে এবার কারা ঢুকছে, কার বের হচ্ছে, অর্থাৎ যাতায়াতের গতিবিধি পর্যবেক্ষণে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সিসি টিভির পাশাপাশি অন্যান্য নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে।
অপরদিকে, বাংলায় মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের পর থেকেই আন্দোলনের আঁতুড়ঘর R G কর মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা। তার প্রেক্ষিতে আগামী ৭ দিন হাসপাতালের আশেপাশে টালা, উল্টোডাঙা, শ্যামপুকুর, এই ৩টি থানা এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। হাসপাতালে ঢোকার মূল রাস্তা বেলগাছিয়া রোড থেকে J K মিত্র রোড ক্রসিং ও আরেকদিকে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে J K মিত্র রোডের আশপাশের এলাকায় ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন, RG Kar কাণ্ডে সরব হাইকোর্টের আইনজীবীরাও, বচসায় জড়ালেন কল্যাণ, ‘কোনও সভ্য দেশে এমন হয় না..’
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে…
আরও দেখুন