‘নবান্ন অভিযানের নামে অশান্তি ছক..’, TMC-র প্রকাশ করা ভিডিও-র সূত্রে আটক ২ BJP নেতা

Estimated read time 1 min read
Listen to this article


কলকাতা: ‘নবান্ন অভিযানের নামে অশান্তি ছক’ , ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের। এবার তৃণমূলের প্রকাশ করা ভিডিও-র সূত্রে আটক ২ বিজেপি নেতা। ঘাটালের দুই বিজেপি নেতাকে আটক করল পুলিশ। আটক হওয়া ওই দুই নেতার নাম বিজেপির সমবায় সমিতির রাজ্য কো কনভেনার সৌমেন চট্টোপাধ্য়ায় এবং খড়ার পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায়। 

মূলত এদিন একটি ভিডিও প্রকাশ্যে আনে শাসকদল। আর সেই ভিডিও দেখিয়ে কুণাল ঘোষের দাবি, ‘তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে, কারা বলছে নবান্ন চলো? এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম। ধানতলা, বানতলা, তাপসী মালিক ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? চক্রান্তকারীরা বলছে, রাজনীতি করার জন্য মৃতদেহ চাই।’

এরপরেই তৃণমূল নেতা কুণাল ঘোষ হুঙ্কার দিয়ে বলেন, ‘আর জি করের বিচার চাইলে, আমাদের সবার একটাই স্বর। কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে।’ কুণালের সংযোজন, ‘বেআইনি, অবৈধ ভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে। সোশাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে, তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। বাইরের রাজ্য থেকেও বাংলায় নাশকতার জন্য লোক ঢোকানো হতে পারে। পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হতে পারে। কাল পরীক্ষা রয়েছে, ছাত্র সমাজের নামে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে। শকুনের রাজনীতি করছে।’  

আরও পড়ুন, আজ ফের সিজিও-তে সন্দীপ ঘোষ, ২৮ অগাস্ট ধর্মতলা থেকে ধর্না কর্মসূচি বিজেপির

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

 

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours