RG করে তাণ্ডবে তলবের প্রতিবাদ, লালবাজার অভিযান মীনাক্ষীদের, ‘..এই অপরাধ আমরা বারে বারে করব’
![RG করে তাণ্ডবে তলবের প্রতিবাদ, লালবাজার অভিযান মীনাক্ষীদের, ‘..এই অপরাধ আমরা বারে বারে করব’ RG করে তাণ্ডবে তলবের প্রতিবাদ, লালবাজার অভিযান মীনাক্ষীদের, ‘..এই অপরাধ আমরা বারে বারে করব’](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/24/e00bf3ba55993feecb5d5395783b19b51724495445895484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে SFI-DYFI-এর মিছিল। বৃষ্টি মাথায় নিয়েই লালবাজার অভিযান মীনাক্ষীদের। এদিন মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, এই যে অপরাধীদের বাঁচানোর যে ড্রামাবাজি, সেটা রাজ্যের মানুষ সহ্য করবে না।
সাংবাদিক: লালবাজার যেতে ভয় পাচ্ছেন ?
মীনাক্ষী: আপনার দেখে মনে হচ্ছে এরা ভয় পেয়ে বাড়ি ছেড়ে এসেছে সকালবেলা ? বামপন্থীদের গ্রেফতার করতে পুলিশের কোনও কারণ লাগে নাকি ? ১৩ বছর ধরে বামপন্থীরা পুলিশের গ্রেফতার , পুলিশের মার, পুলিশের মিথ্যে মামলা, আর ওদের ছাতার তলায় যে তৃণমূল বিজেপিরা থাকে, তাঁদের হাতে খুন হয়েছে, ঘরছাড়া হয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। বামপন্থীরা ভয় পায় না। ভয় পেলে বামপন্থীরা নিজেদের বুক দিয়ে, ছাত্র যুব মহিলারা মৃতদেহকে আটকে দিত না। যদি ছাত্র যুব মহিলারা ভয় পেত, সেমিনার হল ভাঙার প্রথমদিন আমরা আটকে দিতাম না। যদি এটা আমাদের অপরাধ হয়েছে, এই অপরাধ আমরা বারে বারে করব।
আরও পড়ুন, ধেয়ে আসছে প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে ভারী বর্ষণের আশঙ্কা উপকূলবর্তী এলাকায়
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে..
আরও দেখুন