কলকাতা: এবার আর জি কর কাণ্ডে পুলিশের প্রথম FIR-এর বয়ান ঘিরেও বিতর্ক। ‘উইলফুল রেপ উইথ মার্ডার’ অর্থাৎ ‘ইচ্ছাকৃত ধর্ষণ এবং খুন’। আর জি কর মেডিক্যালের চিকিৎসককে ধর্ষণ-খুনের FIR-এ উল্লেখ। টালা থানার FIR-এ ১২ নম্বর কলমে লেখা। আইনি পরিভাষায় ইচ্ছাকৃত ধর্ষণের কোনও ব্যাখ্যা নেই। কেন FIR-এ ‘উইলফুল রেপ’ লিখল পুলিশ, উঠছে প্রশ্ন। এই ধরণের মামলায় তদন্তকারী আধিকারিককে সহযোগিতা করেন লালবাজারের গোয়েন্দারা। এই ক্ষেত্রে কি কলকাতা গোয়েন্দা পুলিশের সাহায্য নেওয়া হয়েছিল? উঠছে প্রশ্ন।
৯ অগাস্ট রাত ১১টা ৪৫ মিনিটে FIR করে টালা থানা। ‘সকাল ১০টায় পুলিশ পৌঁছলেও কেন রাত পৌনে ১২টায় FIR। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকার পরেও কেন খুনের ধারায় FIR নয়। কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করল পুলিশ’, হাইকোর্টের পর প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টও।
আরও পড়ুন, ‘আসল দোষীদের আড়াল করার চেষ্টা..’, মুক্তির পর RG Kar কাণ্ডে দাবি সায়নের
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন