NOW READING:
RG Kar কাণ্ডের জের, বর্ধমান মেডিকেলে নিরাপত্তা কর্মীদের করা হল সতর্ক..
August 10, 2024

RG Kar কাণ্ডের জের, বর্ধমান মেডিকেলে নিরাপত্তা কর্মীদের করা হল সতর্ক..

RG Kar কাণ্ডের জের, বর্ধমান মেডিকেলে নিরাপত্তা কর্মীদের করা হল সতর্ক..
Listen to this article


কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: আরজিকরের ঘটনার জেরে এবার সতর্ক জেলা হাসপাতালগুলিও। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জের নম্বার দিয়ে নিরাপত্তা সংক্রান্ত যে কোনও সমস্যায় যোগাযোগ করতে বলা হল অধ্যক্ষের তরফে।একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সকল কর্মীদেরও সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল বর্ধমান মেডিকেল কলেজ।

এদিন কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুনের প্রতিবাদে কলকাতা ও জেলায় জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। ছাত্রীকে খুনের প্রতিবাদে এদিন হাসপাতাল চত্বরেই প্রতিবাদ মিছিল করছিলেন সেখানকার চিকিৎসক পড়ুয়ারা। বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন বাইরে থেকে মিছিল করে যেতেই পুলিশের সঙ্গে বেধে গেল ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের মারধর করতে দেখা গেল পুলিশকেও।

অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন শ্যামবাজার মোড় থেকে আলাদা আলাদা মিছিল করে হাসপাতালের দিকে আসতে থাকে।  তার মধ্যে উত্তর কলকাতা জেলা বিজেপি যেমন ছিল, তেমনি ছিল INTUC-ও। তবে আরজি কর ছাড়াও কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, এসএসকেএম, শিশুমঙ্গলে প্রতিবাদে চিকিৎসক, স্বাস্থকর্মীরা। আরজিকরে প্রতিবাদে নামলেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। ক্ষোভ যুক্তিসঙ্গত, তবে পরিষেবা বজায় রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর।

আর জি কর মেডিক্য়াল কলেজে কর্তব্য়রত মহিলা চিকিৎসককে খুন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে মিলেছে যৌন নির্যাতনের চিহ্ন। গোপনাঙ্গের পাশাপাশি সারা শরীরে মিলল অসংখ্য় আঘাতের ক্ষত। আর জি করের মতো সরকারি মেডিক্য়াল কলেজে, চাঞ্চল্য়কর এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা শহরে। ধর্ষণ করে খুনের অভিযোগে সরব হয়েছে মৃত চিকিৎসকের পরিবারও।মৃত মহিলা চিকিৎসকের বাবা বলেন, খুন করা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে।

আরও পড়ুন, শালি নদীর জল নামতেই বিপর্যয় ! সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ায় প্রায় ৫০ টি গ্রাম

MBBS পাস করার করার পর RG কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে চেষ্ট মেডিসিন নিয়ে স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন বছর একত্রিশের মহিলা চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ‘On Call’-এ ছিলেন মহিলা চিকিৎসক। রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন। সূত্রের খবর, এরপর জরুরি বিভাগের চারতলায় ‘চেষ্ট ডিপার্টমেন্টে’র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও দেখুন



Source link