সন্দীপ সরকার, কলকাতা: নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। ‘বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাঁদের আস্থা নেই’। তাঁদের দাবি, দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, নিহত চিকিৎসকের পরিবারের। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে, আশঙ্কা চিকিৎসকের পরিবারের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন। সোমবার বিষয়টি আদালতে ফের উল্লেখ করার নির্দেশও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে, তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেছেন আর জি করের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এতেই নতুন করে ক্ষোভের উদগীরণ শুরু হয়েছে।
সিবিআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নিহত চিকিৎসকের মা। তিনি বলেন, ‘সিবিআই যখন আমাদের সঙ্গে কথা বলতো তখন অনেক কিছু জানাতো। আমরাও তাদের কাছে প্রচুর তথ্য দিয়েছি। তারপরও সিবিআই কি করে বলে কোন কিছু নেই? হাসপাতাল থেকে ওর বন্ধুরা যে সমস্ত তথ্য আমাদের জানিয়েছে আমরা সবটা সিবিআই কে দিয়েছি। তারপরও সিবিআই কি করে বলে কোন কিছু নেই। আমাদের তো কথা শুনে একবারও মনে হয়নি সিবিআই কিছু পাচ্ছে না।’
আরও পড়ুন, ‘ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপর আক্রমণকে অনুমোদন দেয় না’, যুক্তি-তক্কো অনুষ্ঠানে বড় বার্তা বাকিবিল্লাহ মোল্লার
এতদিন CBI-এর উপর কার্যত চোখ বন্ধ করে ভরসা করেছিলেন। কিনতু, সেই ভরসা এখন ভেঙে খানখান। CBI চার্জশিট দিতে না পারায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল যেভাবে ধর্ষণ, খুনের মামলায় জামিন পেয়ে গেছেন, তাতে আর রাস্তায় নামা ছাড়া, হাইকোর্টে যাওয়া ছাড়া কোনও উপায় দেখছে না আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের পরিবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন