বারবার ফাঁসানোর অভিযোগ, কেন কারও নাম নিল না সঞ্জয়? উঠছে প্রশ্ন
<p><strong>কলকাতা:</strong> ধর্ষণ-খুনে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। কিন্তু এতদিন ধরে বিভিন্ন সময়ে সঞ্জয় রায় যে তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলল, শেষ দিন পর্যন্ত কেন তাদের কারও নাম নিল না? বিচারক সঞ্জয়কে বারবার সুযোগ দিলেও, কোনও নাম শোনা গেল না সঞ্জয় রায়ের মুখে। তাই প্রশ্নটা কিন্তু থেকেই গেল।</p>
<p>আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুন মামলায় সঞ্জয় রায়কে আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। কিন্তু অনেক প্রশ্নের উত্তরই অধরা রয়ে গেল। এখনও অনেক ধোঁয়াশা। অনেক প্রশ্ন। কিন্তু কোনও উত্তর নেই। আর জি কর-কাণ্ডের নেপথ্য়ে আরও অনেকে আছে বলেই কি বারবার আদালতে বলার সুযোগ পেয়েও আর কারও নাম নিল না সঞ্জয় রায়? বিচারক তাঁকে বারবার বক্তব্য় রাখতে দিলেন, কিন্তু খোলসা করল না সঞ্জয়, শুধু ওপর ওপর দিয়ে ছুঁয়ে চলে গেল। ৪ নভেম্বর, আর জি কর ধর্ষণ-খুনের মামলায় চার্জ গঠনের দিন, প্রিজন ভ্য়ানে বসে তাঁকে ফাঁসানোর অভিযোগ তোলে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার বলেছিল, "সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। তুমি কিছু বলবে না। আমায় দিয়ে ডিপার্টমেন্টে আমায় দিয়ে ভয় দেখিয়ে আমাকে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।”<u></u><br /><br />এর এক সপ্তাহ পর, চক্রান্তের অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম একবারের জন্য় নেয় সঞ্জয়। সে বলে, "আমি নাম বলে দিচ্ছি। বিনীত গোয়েল, যিনি আছেন ডিসি স্পেশাল ওঁরা নিজে আমাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল ওঁরা নিজেরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছেন। আমাকে হুমকি দিয়েছে।”</p>
<p>সোমবার শাস্তি ঘোষণার আগে সঞ্জয়কে বলার সুযোগ দেন বিচারক। সঞ্জয় বলে "ধর্ষণ-খুন করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আপনি সব দেখছেন। আমি যদি করতাম, রুদ্রাক্ষের মালা ছিল, সেটা কি নষ্ট হত না? প্রথম দিন থেকে আমাকে কিছু বলতে দেয়নি, মারধর করে সই করিয়েছে। যা ইচ্ছে করেছে। CBI মেডিক্যাল পরীক্ষা করাতে গিয়ে বেহালা থেকে গাড়ি ঘুরিয়ে কমান্ড হাসপাতালে নিয়ে যায়। তারপর রেলের হাসপাতাল, আমাকে ফাঁসানো হয়েছে স্যর।”<br /><strong><br /></strong>কিন্তু কারা ফাঁসাল? কীভাবে ফাঁসাল? কেন ফাঁসাল? সে নিজে ধর্ষণ-খুন না করলে কে করল? কারা সহযোগিতা করেছিল? কেন খুন করা হয়েছিল চিকিৎসককে? একটি বারের জন্য়ও এই সব প্রশ্নের উত্তর দিলনা সঞ্জয়। কিন্তু কেন? আর জি কর কাণ্ডের নেপথ্য়ে কি গভীর ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্রে কারা জড়িত? সঞ্জয় তাদের নাম আড়াল করার পরিবর্তে কী পাবে? এই সব প্রশ্নের কোনও উত্তর নেই। সূত্রের খবর, শিয়ালদা আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশনের আগে, মোট ৫১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বয়ান রেকর্ড করা হয়েছে সঞ্জয় রায়েরও। বিচারক নিজে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করেন। অর্থাৎ এদিনও, শেষ মুহূর্ত পর্যন্ত কারও নাম বলল না সঞ্জয়। দোষী সাব্য়স্ত সঞ্জয় রায়ের আইনজীবী জানিয়েছেন, তাঁরা হাইকোর্টে যাবেন।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Fire at Howrah Factory: দশ বছর আগে বন্ধ হওয়া কারখানায় ভয়াবহ আগুন ! কালো ধোঁয়ায় ঢাকল এলাকা" href="https://bengali.abplive.com/district/fire-at-howrah-burn-standard-factory-1116377" target="_self">Fire at Howrah Factory: দশ বছর আগে বন্ধ হওয়া কারখানায় ভয়াবহ আগুন ! কালো ধোঁয়ায় ঢাকল এলাকা</a></strong></p>
Source link