ABP Ananda LIVE: RG কর চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে SSKM হাসপাতালে(SSKM hospital) কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। MR বাঙুর মাল্টি স্পেশালিটি হাসপাতালেও বিচারের দাবিতে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান-বিক্ষোভে। দাবি একটাই, আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চাই। সেই সঙ্গে দিতে হবে পর্যাপ্ত নিরাপত্তা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে IMA-র ডাকা কর্মবিরতিতে সামিল এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও। নিহত মহিলা চিকিৎসকের প্রতীকী ছবিতে শ্রদ্ধাও জানিয়েছেন তাঁরা। দোষীদের শাস্তি ও পর্যাপ্ত নিরাপত্তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের। নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের। ‘প্রত্যেক জেলায়। অন্তত ৩টি করে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে’। ‘নির্যাতিতাকে ৬ মাসের মধ্যে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। ‘নির্যাতিতাকে ৫০ লক্ষ টাকা সাহায্য ও সরকারি চাকরির ব্যবস্থা’। ‘নির্যাতিতার মৃত্যু হলে পরিবারকে ৫০ লক্ষ টাকা সাহায্য দিতে হবে’। ‘মৃত নির্যাতিতার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের