<p>ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে বিস্ফোরক মৃত চিকিৎসকের পরিবার। ‘কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক’। ‘বিনীত গোয়েল আমাদের সহযোগিতা করেননি’। ‘গোটা বিষয়টি তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সিপি’। বিস্ফোরক অভিযোগ আর জি কর কাণ্ডে মৃত চিকিৎসকের পরিবারের। ‘এখনও সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই গ্রেফতার করা হল না, আমরা হতাশ’। ‘প্রথম থেকেই কাউকে আড়াল করার চেষ্টা, ডিপার্টমেন্টের কেউ জড়িত থাকতে পারেন’। ‘যা ঘটেছে সঞ্জয়ের একার পক্ষে করা সম্ভব নয়’। ‘আন্দোলনকারীদের মুখ বন্ধের চেষ্টা রাজ্য সরকারের’। ‘প্রতিবাদ বন্ধ করতেই ১৪৪ ধারা জারি হয়েছে’। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন মৃত চিকিৎসকের মা-বাবা।</p>
<p>রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। যুবভারতীর সামনে জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি ভেস্তে গেলেও যুবভারতীর সামনে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে পথে ময়দানের তিন প্রধানের সমর্থকরা। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা। রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি বাতিলেও যুবভারতীতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। লাঠিচার্জ করে প্রতিবাদীদের হটিয়ে দেয় পুলিশ। দুই ক্লাবের একাধিক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়। আর জি করের ঘটনায় দিকে দিকে বিক্ষোভ, পথে নামল টলিউড।</p>
Source link
‘কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক’, বিস্ফোরক মৃত চিকিৎসকের পরিবার
Read Time:3 Minute, 0 Second