# Tags
#Blog

নিহত তরুণী চিকিৎসকের জন্য মহালয়ায় তর্পণ, জানালেন জুনিয়র ডাক্তাররা

নিহত তরুণী চিকিৎসকের জন্য মহালয়ায় তর্পণ, জানালেন জুনিয়র ডাক্তাররা
Listen to this article



<p><strong>কলকাতা: </strong>আরজি কর কাণ্ডের (RG Kar News) দেড় মাস পার। দিকে দিকে জ্বলছে প্রতিবাদের আগুন। এই আবহে এবার নিহত তরুণী চিকিৎসকের জন্য মহালয়া তর্পণের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। এদিন <a title="রাজ্যপাল" href="https://bengali.abplive.com/topic/governor" data-type="interlinkingkeywords">রাজ্যপাল</a>ের সঙ্গে দেখা করার পর রাজভবনের বাইরে দাঁড়িয়ে জানান তাঁরা।</p>
<p>আর জি কর মেডিক্য়ালের নিহত তরুণী চিকিৎসকের জন্য় এবার মহালয়ায় তর্পণ করবেন জুনিয়র ডাক্তারদের একাংশ। বিচারের দাবিতে, সোমবার রাজ্য়পালের সঙ্গে দেখা করেন তাঁরা। রাষ্ট্রপতিরও হস্তক্ষেপে চেয়ে চিঠি দিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। রাজভবন থেকে বেরিয়ে তাঁরা জানান, নিহত চিকিৎসকের জন্য় মহালয়ার দিন তর্পণ করবেন তাঁরা। শিশুমঙ্গল হাসপাতালের পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি অর্ণপ পাল বলেন, "এবারের মহালয়ায় অভয়া দিদির শান্তি কামনায় তর্পণ করব।”&nbsp;</p>
<p>আর জি কর কাণ্ড সামনে আসার পর থেকেই সন্দীপ ঘোষের পাশাপাশি আরও দুই চিকিৎসকের নাম উঠে আসছে, যাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তাঁরা হলেন অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। দুজনেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং উত্তরবঙ্গ লবির সক্রিয় সদস্য় বলে পরিচিত। আর জি কর কাণ্ডের পর অনেকেই সাহস সঞ্চয় করে এদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।<br />এরমধ্য়ে অভীক দে SSKM-এর পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি।</p>
<p>কিন্তু নিছকই একজন পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি হওয়া সত্ত্বেও, প্রভাব খাটিয়ে কি নিজের মর্জিমাফিক চলতেন অভীক? কার প্রশ্রয়ে এত বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি? এই প্রশ্ন আরও জোরাল হয়েছে। গত ৪ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো SSKM মেডিক্য়ালের ডিন অফ স্টুডেন্টসের এই চিঠি ঘিরে। চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ডিন অফ স্টুডেন্টস লিখেছেন, চলতি বছরে পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেন অভীক দে। কিন্তু গত ৮ অগাস্ট থেকেই তিনি অনুপস্থিত।&nbsp; তাও আবার কোনও অনুমতি না ছাড়াই কাউকে না জানিয়েই লম্বা ছুটিতে চলে যান অভীক। এমনকি SSKM-এ সার্জারি বিভাগের পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত রেজিস্ট্রেশনের ফরমালিটিও অভীক দে পূরণ করেননি বলে চিঠিতে অভিযোগ করেছেন ডিন অফ স্টুডেন্টস। ডিনের অফিস থেকে অভীক নিজের পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনির পরিচয়পত্রও নেওয়ার প্রয়োজন বোধ করেননি। গবেষণাপত্রের সিনোপসিসও জমা দেননি। ন্য়াশনাল মেডিক্য়াল কাউন্সিলের নির্দেশ সত্ত্বেও অভীক বায়োমেট্রিক হাজিরা পর্যন্ত দেননি বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।&nbsp;</p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em>&nbsp;&nbsp;</u></strong>&nbsp;</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Upper Primary Panel: ২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC" href="https://bengali.abplive.com/district/upper-primary-panel-2016-ssc-declare-date-1096958" target="_self">Upper Primary Panel: ২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC</a></strong></p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal