NOW READING:
RG কর কাণ্ডে মুখ খুললেন মৃতার মা, ‘সঞ্জয় আসল দোষী নয়, মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য..’ !
August 23, 2024

RG কর কাণ্ডে মুখ খুললেন মৃতার মা, ‘সঞ্জয় আসল দোষী নয়, মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য..’ !

RG কর কাণ্ডে মুখ খুললেন মৃতার মা, ‘সঞ্জয় আসল দোষী নয়, মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য..’ !
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> আরজি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক সপ্তাহ। এই অভিশপ্ত দিন যেনও কারও না আসে।এবিপি আনন্দে এমনটাই জানালেন, মৃত চিকিৎসকের পরিবার। সেই সঙ্গে নির্যাতিতার মা দিলেন আরও বড় বার্তা, ‘মেয়ের ফোনেই লুকিয়ে থাকতে পারে, সমস্ত রহস্য়ের চাবিকাঠি, সিবিআই খোঁজার চেষ্টা করছে।’&nbsp;</p>
<p>আরজি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক সপ্তাহ। এই অভিশপ্ত দিন যেনও কারও না আসে। এবিপি আনন্দে বললেন নিহত চিকিৎসকের মা। কলকাতা পুলিশ ব্যাগ থেকে মেয়ের রিপোর্ট বের করে দেখিয়ে বলে আপনার মেয়ে অসুস্থ, ওষুধ খায়, এবিপি আনন্দে দাবি সদ্য মেয়ে হারানো মায়ের। মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয়, ভিতরের কেউ নিশ্চয়ই এর মধ্যে আছে,&nbsp; বললেন নিহত চিকিৎসকের মা। &nbsp;</p>
<p>নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, রাজ্য়পাল আমাদের আশ্বস্ত করে গেলেন, আমাদের যতটা সহযোগিতা করতে পারেন, আমরা বললাম কে দায়িত্ব নিয়েছে, কী নিয়েছে, স তো আমরা জানি না। আমরা সঠিক বিচার চাইছি, কিন্তু বিচারব্য়বস্থা তো এখনও কতটা এগোয়নি, কোনও রেজাল্ট এখনও তো বিচারের আসেনি। বলে, ঠিক আছে, আমি হস্তক্ষেপ করব। এটাই বললেন।&nbsp;</p>
<p>আরও পড়ুন, <a title="সপ্তাহান্তে জরুরি কাজে গাড়ি বের করবেন ? এখনই পেট্রোল কিনলে যে দামে পাবেন.." href="https://bengali.abplive.com/business/petrol-diesel-price-today-fuel-price-in-kolkata-india-on-23-august-1090829" target="_self">সপ্তাহান্তে জরুরি কাজে গাড়ি বের করবেন ? এখনই পেট্রোল কিনলে যে দামে পাবেন..</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1724460267535000&amp;usg=AOvVaw0pJuuFvJCeVKpLg3oL0iS4">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">বিস্তারিত আসছে..</div>
<div class="adL">&nbsp;</div>



Source link