NOW READING:
ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না CBI,প্রমাণ হল CBI ব্যর্থ,ব্যর্থ,ব্য়র্থ:দেবাংশু
January 20, 2025

ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না CBI,প্রমাণ হল CBI ব্যর্থ,ব্যর্থ,ব্য়র্থ:দেবাংশু

ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না CBI,প্রমাণ হল CBI ব্যর্থ,ব্যর্থ,ব্য়র্থ:দেবাংশু
Listen to this article



<p>ABP Ananda Live: ‘সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয়কে, ছিঃ’। ‘রাজ্যে অন্য তিনটি ধর্ষণ-খুনের মামলায় রাজ্য ফাঁসির সাজা আদায় করতে পেরেছে’। ‘একটা ভয়ঙ্কর সেনসিটিভ মামলায়, ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই’। ‘আবারও প্রমাণ হল সিবিআই ব্যর্থ, ব্যর্থ, ব্য়র্থ…’। &nbsp;সোশাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের।</p>
<p>&nbsp;</p>
<p>আর জি করে ধর্ষণ ও খুনের ঘটনায় কী সাজা হবে সঞ্জয় রায়ের ? তার দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। শেষমেশ তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল আদালত। ‘এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না’। এদিন সাজা শোনানোর সময় এমনই মন্তব্য করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এই পরিস্থিতিতে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি নিহতের পরিবারকে ১৭ লক্ষ টাকা সহায়তা দেওয়ার জন্য় বলা হয়েছে স্টেটকে। তার কারণ, হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুন হয়েছেন ওই চিকিৎসক।</p>



Source link