NOW READING:
প্রতিবাদে করলেই শিল্পীদের বয়কট! কুণাল-কল্যাণ-ব্রাত্যদের হুঁশিয়ারিতে অশনি সঙ্কেত
January 4, 2025

প্রতিবাদে করলেই শিল্পীদের বয়কট! কুণাল-কল্যাণ-ব্রাত্যদের হুঁশিয়ারিতে অশনি সঙ্কেত

প্রতিবাদে করলেই শিল্পীদের বয়কট! কুণাল-কল্যাণ-ব্রাত্যদের হুঁশিয়ারিতে অশনি সঙ্কেত
Listen to this article



<p>ABP Ananda Live: প্রতিবাদী শিল্পীদের বয়কট নিয়ে, তৃণমূলে এখন কার্যত নারদ-নারদ চলছে। এর মধ্য়ে, তৃণমূল নেতাদের একাধিক অনুষ্ঠানে, শিল্পী বদলে দেওয়া হয়েছে। মধ্য় কলকাতায়, তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্তর উদ্য়োগে আয়োজিত একটি কার্নিভালের জন্য়, লগ্নজিতা চক্রবর্তীর ছবি দিয়ে হোর্ডিং পড়ে গেছিল। কিনতু, শেষ মুহূর্তে অনুষ্ঠানে আসেন নচিকেতা। তৃণমূল কাউন্সিলর ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থার ওপর দায় চাপালেও, দেবাংশু ভট্টাচার্য স্পষ্টই বলেন, "বলার পর অনেকে সতর্ক হয়েছে। নাম বাদ দিয়েছে।" আবার সোশাল মিডিয়ায় ‘বয়কট লগ্নজিতা’ বলে একটি বার্তা ইতিমধ্য়ে ভাইরাল হয়েছে। যদিও, শিল্পীদের ওপর শাসকের রোষ এই প্রথম নয়। বাম আমলেও হুগলির বাঁশবেড়িয়ায় &lsquo;পশু খামার&rsquo; নাটকের শো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে। তবে প্রেস বিবৃতি দিয়ে তার সমালোচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বন্ধ হয়েছিল ব্রাত্য বসুর লেখা নাটক &lsquo;উইঙ্কল টুইঙ্কল&rsquo;-এর শো।</p>



Source link