নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। এবার বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে চলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এ নিয়ে শুনানি রয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ মামলার শুনানি করবে। (RG Kar Doctor Death Case)
কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ বছর বয়সি ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে তোলপাড় গোটা দেশ। ধর্ষণ করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনায় লাগাতার আন্দোলন, মিছিল চলছে। রাজ্য পুলিশের হাত থেকে ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে হাইকোর্ট। এবার সেই মামলায় স্বতঃপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করতে চলেছে সর্বোচ্চ আদালত। (Supreme Court)
‘In Re: Alleged Rape and Murder of Trainee Doctor in RG Kar Medical College Hospital, Kolkata and Related issues’ নামে রবিবার দুপুর ১টা নাগাদ মামলা দায়ের হয়েছে আদালতে। এই মুহূর্তে কলকাতা-সহ গোটা দেশে এই ঘটনায় প্রতিবাদ, আন্দোলন চলছে। সেই আবহেই নিজে থেকে বিষয়টিতে হস্তক্ষেপ করল আদালত।
আরও পড়ুন: Kolkata Derby Cancellation: ‘অস্ত্র নিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না’, ডার্বি ঘিরে ছিল হিংসার ছক? অডিও রেকর্ডিং প্রকাশ করল পুলিশ
গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় তদন্তে নেমে পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পুলিশি তদন্তে ফাঁকফোকরের অভিযোগ ওঠে নানা দিক থেকে। নির্যাতিতার পরিবারের তরফেও সিবিআই তদন্তের দাবি তোলা হয়। সেই মতো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেন।
RG কর কাণ্ডের তদন্তে নেমে CBI লাগাতার তৃতীয় দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। CBI সূত্রে খবর, খতিয়ে দেখা হবে সন্দীপ ঘোষের মোবাইল ফোনের কল রেকর্ড। নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতেও চলবে জিজ্ঞাসাবাদ। সেমিনার হলের পাশে দেওয়াল কেন ভাঙা হয়েছিল, সন্দীপের কাছে জানতে চায় CBI. কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, ধৃত সঞ্জয়ের মানসিক স্বাস্থ্য বিচার করতে আনা হয়েছে দুই মনস্তত্ত্ববিদকে।
এর আগে, গত দু’দিনে প্রায় ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়ে সন্দীপ ঘোষকে। শুক্রবার প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI.
আরও দেখুন