<p>ABP Ananda Live : ‘এইসব বিষয়ে মেডিক্যাল কাউন্সিলের এক্তিয়ারের মধ্যে আসে বলেই আমরা মনে করি না। মেডিক্যাল কাউন্সিল পরিপূর্ণভাবে তাঁর এক্তিয়ার বহির্ভূত কাজ আগেও করেছেন আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে তাঁর বাড়িতে যেভাবে পুলিশ পাঠিয়েছিলেন, একটা চিঠি দিয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা যেত সেটা না করে। এছাড়া আরও একজন চিকিৎসকের বিরুদ্ধে এরকম চিঠি এসেছিল বলে আমরা শুনেছি। শুধু মেডিক্যাল কাউন্সিল নয় বাকি সমস্ত জায়গা থেকেই এরকম একটা অদ্ভূত পদক্ষেপ আমরা লক্ষ্য করছি’। বললেন উৎপল বন্দ্যোপাধ্যায়।</p>
<p> </p>
<p><strong>‘অভয়ার মা-বাবা বিভ্রান্ত, চক্রান্তকারীরা মন্ত্রণা দিচ্ছে ওঁদের’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলায় পাল্টা জবাব কুণালের<br /></strong></p>
<p>শনিবার সাংবাদিক বৈঠক করে নির্যাতিতার মা-বাবাকে নিশানা করেন কুণাল। তিনি বলেন, "কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন ওঁরা? মুখ্যমন্ত্রীর পুলিশ তো ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে ধরেছে! তাঁরা কিছু অন্ধ, তৃণমূল বিরোধী, বাম-অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে সমানে অবস্থান বদলে চলেছেন।"</p>
<p>কুণাল আরও বলেন, "আমরা বিস্মিত, মেয়ের মৃত্যুতে যে বাবা-মার বুক ভেঙে গিয়েছে, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক-একদিন এক-এক রকম বিবৃতি দিয়ে যাওয়া কী করে হতে পারে! আমরা কান্নার ছবি দেখতে পেলাম না, বুকফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি… প্রথম দিন থেকে ইস্পাত কঠিন ভাবে এঁরা সাংবাদিকদের নানা কথা বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী, তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার মা-বাবা। পূর্ণ সম্মান দিয়েই বলছি।"</p>
Source link
শুধু মেডিক্যাল কাউন্সিল নয়,সমস্ত জায়গা থেকেই অদ্ভূত পদক্ষেপ লক্ষ্য করছি:উৎপল বন্দ্যোপাধ্যায়
