<p>ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে বিচারের দাবিতে ফের পথে বিভিন্ন রাজনৈতিক দল। বারাসাত থেকে সিঁথি পর্যন্ত মিছিল করল সিপিএম। পূর্ব মেদিনীপুরের রামনগরে ঝাঁটা হাতে মিছিল বিজেপির। নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। দুর্গাপুরেও প্রতিবাদ মিছিল করে বিজেপি। ছিলেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। অন্যদিকে, নৈহাটি নাগরিক সমাজের মিছিলে পা মেলান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।</p>
<p> </p>
<p>ডাক্তার-নার্স মার খাওয়ার পর সাগর দত্ত মেডিক্যালে নিরাপত্তায় জোর। কনস্টেবলের সংখ্যা বেড়ে হল ১২, এদের মধ্যে চারজন মহিলা কনস্টেবল। নিয়োগ করা হল আরও চারজন পুলিশ অফিসার। অর্থাৎ ১৬ থেকে বেড়ে কনস্টেবলের সংখ্যা হল ২৮। পুলিশ অফিসার চার থেকে বেড়ে হল ৮। এদের সঙ্গে ৮ জন সিভিক ভলান্টিয়ার মিলে সাগর দত্ত মেডিক্যালের নিরাপত্তায় মোতায়েন করা হল ৪৪ জনকে। </p>
<p><br />শুক্রবার সন্ধেয় রোগীমৃত্যুকে কেন্দ্র করে ফিমেল মেডিসিন ওয়ার্ডে তাণ্ডব, মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্যসচিব, ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও জেলাশাসকের বৈঠকের পরেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়। </p>
Source link
আর জি কর-কাণ্ডে কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে বিচারের দাবিতে ফের পথে বিভিন্ন রাজনৈতিক দল।
Read Time:2 Minute, 20 Second