NOW READING:
কাল নবান্ন অভিযান। একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলির ক্লাস বন্ধের নোটিস
August 26, 2024

কাল নবান্ন অভিযান। একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলির ক্লাস বন্ধের নোটিস

কাল নবান্ন অভিযান। একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলির ক্লাস বন্ধের নোটিস
Listen to this article



<p>ABP Ananda LIVE:L কাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলির ক্লাস বন্ধের নোটিস। কাল বন্ধ থাকবে সেন্ট জেমস্, ক্লাস হবে শনিবার। কাল পরীক্ষা বন্ধ ডিপিএস রুবি পার্কে, বন্ধ থাকবে ক্লাসও। গোখেল মেমোরিয়ালে পরীক্ষা স্থগিত। ডন বস্কো পার্ক সার্কাসে ক্লাস নয়, বন্ধ প্র্যাকটিকালও। ক্যালকাটা বয়েজে পরীক্ষা স্থগিত, ক্লাস অনলাইনে। ক্যালকাটা গার্লসে ক্লাস বন্ধ। দুপুর ২.২০ মিনিটের বদলে ১২.৩০ মিনিটে ছুটি লা মার্টিনিয়ারে। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে ষষ্ঠ থেকে দ্বাদশ বেলা ১২ ছুটি। জি ডি বিড়লায় অনলাইনে ক্লাস। সুশীলা বিড়লা গার্লস স্কুলে পরীক্ষা স্থগিত, পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পরীক্ষা স্থগিত, চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইনে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত, দাবি স্কুল কর্তৃপক্ষের।</p>



Source link