<p>ABP Ananda LIVE: ফিরে যেতে হল জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে। মালদা মেডিক্যাল কলেজে জয়েন করতে পারলেন না আর জি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আর জি কর থেকে আসা কাউকে তাঁরা জয়েন করতে দেবেন না। উনি রিপোর্ট করেছেন, জয়েন করার বিষয়টি দেখা হচ্ছে- জানিয়েছেন প্রিন্সিপাল।</p>
<p>মালদা মেডিক্য়াল কোনও আস্তাকুঁড় নয়। আরজি কর মেডিক্য়ালের কাউকে এখানে এনে ফেলা যাবে না। এই দাবিতে আগেই সরব হয়েছেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার কাজে যোগ দিতে গিয়ে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়লেন অরুণাভ দত্ত চৌধুরী৷</p>
<p> </p>
<p>আর জি কর-কাণ্ডে দুই বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। ‘আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ও তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্যও করিনি’। ‘আমিও তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি, এই আন্দোলন ন্যায্য’। ‘আমি কখনও তাঁদের হুমকি দিইনি, কিছু মানুষ মিথ্যে দোষারোপ করছেন’। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সম্পর্কে গতকালের মন্তব্যের ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। গতকালের ‘ফোঁস করা’ মন্তব্যেরও ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। ‘গতকাল শ্রীরামকৃষ্ণর কথা উদ্ধৃত করে ‘ফোঁস করা’ শব্দের ব্যবহার’। ‘তিনি মাঝে মাঝেই বলতেন, অপরাধ দেখলে প্রতিবাদে সোচ্চার হতে’। ‘রামকৃষ্ণদেবের সেই কথাই আমি গতকালের বক্তৃতায় তুলে ধরেছি’। ‘আমি বিজেপির বিরুদ্ধে বলেছি’।’কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে’।আমি তারই প্রতিবাদ করেছি, সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।</p>
Source link
মালদা মেডিক্যাল কলেজে জয়েন করতে পারলেন না আর জি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান
Read Time:2 Minute, 45 Second