<p>ABP Ananda Live: আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে এবার নতুন তদন্ত দাবি। নতুন করে তদন্ত ও নতুন করে ট্রায়ালের দাবি অভয়ার পরিবারের। আইনজীবীর হাইকোর্টে আবেদনের প্রস্তুতি। আইনজীবীর সঙ্গে কথা অভয়ার মা-বাবার। আগে শিয়ালদা কোর্টে পিটিশন ফাইলে বাধা দেয় CBI, অভিযোগ অভয়ার পরিবারে আইনজীবীর। CBI-এর ভূমিকায় ফের ক্ষোভপ্রকাশ নিহত চিকিৎসকের পরিবারের।</p>
<p>আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনকাণ্ডে এবার নতুন করে তদন্ত ও নতুন করে ট্রায়ালের দাবি জানাতে চলেছেন, নিহতের পরিবারের আইনজীবী। হাইকোর্টে আবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবিবার, মালদায় আইনজীবীর বাড়িতে যান, তরুণী চিকিৎসকের মা-বাবা।নিহত তরুণী চিকিৎসকের মা বলেছেন, ‘আমাদের জীবনটাই হয়তো শেষ হয়ে গেছে। বেঁচে আছি এই অবধিই। কিন্তু, মেয়ের ন্য়ায় বিচারের অপেক্ষায় বেঁচে থাকব।’ আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের মামলায়, শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষীসাব্য়স্ত করে আমৃত্য়ু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। রাজ্য় সরকার চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি হোক। সিবিআই চাইছে, সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হোক।’ আর নিহত চিকিৎসকের পরিবার বলছে, সঞ্জয়ের এখনই ফাঁসি না দিয়ে, এই ধর্ষণ-খুনের নেপথ্য়ে আরও যারা রয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। এই প্রেক্ষাপটে আবার নতুন করে লড়াইয়ে নামছে পরিবার। </p>
Source link
RG কর মামলা হাইকোর্টে ফেরাতে সুপ্রিম কোর্টে নিহত চিকিৎসকের পরিবার

+ There are no comments
Add yours