# Tags
#Blog

‘সুপ্রিম কোর্টের এই ভূমিকা নিন্দনীয়, আমি নিন্দা করছি’, মন্তব্য প্রাক্তন বিচারপতির

‘সুপ্রিম কোর্টের এই ভূমিকা নিন্দনীয়, আমি নিন্দা করছি’, মন্তব্য প্রাক্তন বিচারপতির
Listen to this article



<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: ‘আমি প্রাক্তন বিচারপতি হিসাবে দুঃখিত যখন দেখলাম কলকাতার এই নারকীয় ঘটনাটা সুপ্রিম কোর্ট নিজেই নিজের হাতে নিয়ে নিল এবং মামলাটিকে যতটা সম্ভব কোল্ড স্টোরেজে পাঠাল। সুপ্রিম কোর্টের এই ভূমিকা নিন্দনীয়, আমি সুপ্রিম কোর্টের এই ভূমিকাকে নিন্দা করছি’, মন্তব্য প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের।</span></p>
<p>আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। &nbsp;জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার।&nbsp;ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে ‘জনতার চার্জশিট’। মেডিক্যাল কলেজগুলিতে ‘দ্রোহের গ্যালারি’।</p>
<p>জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal