# Tags
#Blog

আমাদের মেয়ের মামলাটি বিরলের মধ্যে বিরলতম,তা CBI সেভাবে প্রমাণ করতে পারেনি:নির্যাতিতার মা

আমাদের মেয়ের মামলাটি বিরলের মধ্যে বিরলতম,তা CBI সেভাবে প্রমাণ করতে পারেনি:নির্যাতিতার মা
Listen to this article



<p>ABP Ananda Live: নির্যাতিতার মা বলেন, "আমাদের প্রশাসনিক ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী সবসময় বলেন, ‘আমার কথাতেই সব হয়’। তার মানে ওঁর কথাতেই সব হয়েছে। বিরোধীদের ফাঁদে পা দেওয়ার কথাই ওঠে না। আমরা সব হারিয়ে ফেলেছি। মেয়ের বিচার পাওয়ার আশায় আমাদের বেঁচে থাকা।" তদন্ত নিয়েও ফের অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, "আমি বলব সঞ্জয় অবশ্যই অপরাধী। কিন্তু আমাদের মেয়ের মামলাটি যে বিরলের মধ্যে বিরলতম, তা CBI সেভাবে প্রমাণ করতে পারেনি, পুলিশও পারেনি। আমাদের মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং দোষীরা সকলে বেরিয়ে আসুক। আমরা সবার ফাঁসি চাই। একা সঞ্জয়ের ফাঁসি চাই না।"</p>
<p>&nbsp;</p>
<p><strong>&lsquo;অভয়ার মা-বাবা বিভ্রান্ত, চক্রান্তকারীরা মন্ত্রণা দিচ্ছে ওঁদের&rsquo;, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলায় পাল্টা জবাব কুণালের<br /></strong></p>
<p>শনিবার সাংবাদিক বৈঠক করে নির্যাতিতার মা-বাবাকে নিশানা করেন কুণাল। তিনি বলেন, "কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন ওঁরা? মুখ্যমন্ত্রীর পুলিশ তো ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে ধরেছে! তাঁরা কিছু অন্ধ, তৃণমূল বিরোধী, বাম-অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে সমানে অবস্থান বদলে চলেছেন।"</p>
<p>কুণাল আরও বলেন, "আমরা বিস্মিত, মেয়ের মৃত্যুতে যে বাবা-মার বুক ভেঙে গিয়েছে, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক-একদিন এক-এক রকম বিবৃতি দিয়ে যাওয়া কী করে হতে পারে! আমরা কান্নার ছবি দেখতে পেলাম না, বুকফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি… প্রথম দিন থেকে ইস্পাত কঠিন ভাবে এঁরা সাংবাদিকদের নানা কথা বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী, তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার মা-বাবা। পূর্ণ সম্মান দিয়েই বলছি।"</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal