NOW READING:
আর জি কর-কাণ্ডের ৩ মাস পারm  জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল
November 9, 2024

আর জি কর-কাণ্ডের ৩ মাস পারm  জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল

আর জি কর-কাণ্ডের ৩ মাস পারm  জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল
Listen to this article



<p>ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। &nbsp;জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে ‘জনতার চার্জশিট’। মেডিক্যাল কলেজগুলিতে ‘দ্রোহের গ্যালারি’।</p>
<p>জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।</p>



Source link