<p>ABP Ananda Live: আরজি কর মেডিক্যালে চিকিৎসকদের মিছিল। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাদানুবাদ চিকিৎসকদের। আন্দোলনকারীদের হাসপাতালে ঢুকতে বাধা।</p>
<p> </p>
<p><strong> মাদক মেশানো চকোলেট খাইয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার টোটো চালক</strong></p>
<p>জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক টোটো চালককে গ্রেফতার করল পুলিশ। টার্গেট অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগ, গত ২১ জানুয়ারি, স্কুলে যাওয়ার জন্য প্রতিবেশী যুবকের টোটোয় ওঠে বছর ১৪-র কিশোরী। কিন্তু স্কুলে যাওয়ার বদলে মাঝপথে নাবালিকাকে জোর করে মাদক মেশানো চকোলেট খাওয়ায় বছর ছাব্বিশের টোটো চালক। আরও অভিযোগ, চকোলেট খাইয়ে বেহুঁশ করার পর নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক। নির্যাতিতা নাবালিকার দাদু বলেন, "ওর টোটোতে যাওয়া-আসা করে। হঠাৎ করে একদিন মেয়েটাকে নিয়ে গিয়ে নেশার মধ্যে চকোলেট খাইয়ে দিয়ে বেহুঁশ করে ফেলে। মেয়েটাকে নিয়ে গিয়ে কোনও একটা জায়গায় ওকে নিয়ে কুকর্ম করে। মেয়েটার জ্ঞান ছিল না।”</p>
Source link
আর জি কর মেডিক্যালে চিকিৎসকদের মিছিল,আন্দোলনকারীদের হাসপাতালে ঢুকতে বাধা।
