কলকাতা: আর জি করে মহিলা ডাক্তারের মৃত্যুর (RG Kar Doctor Death Case) প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদ হচ্ছে দেশে, বিদেশে। চলচ্চিত্র জগত থেকে খেলার ময়দানের একাধিক পরিচিত মুখ, তারকারা প্রতিবাদে নেমেছেন। সৃজিত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্রদের ১৪ অগাস্টের রাতে রাস্তায় হাঁটতেও দেখা গিয়েছে। যশপ্রীত বুমরা, ঋদ্ধিমান সাহা থেকে সাক্ষী মালিকরা। এবার সেই তালিকায় সামিল হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ (Harbhajan Singh)।
নিজের সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় প্রাক্তনী। ঘটনাটিকে সমাজের নারী সুরক্ষা ও সম্মানের অবমাননা বলে জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে দ্রুত এই ঘটনার নিষ্পত্তির আর্জি জানিয়েছেন হরভজন। তিনি লেখেন, ‘কলকাতায় ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা, যা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনার বিচারে বিলম্ব হওয়ার আমি গভীরভাবে শোকাহত এবং আহত। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদির এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর্জি জানাচ্ছি তাঁরা যাতে গোটা বিষয়টার দ্রুত তদন্ত করেন। মহিলাদের সুরক্ষা ও সম্মানের বিষয়ে কোনওরকম আপোস করা সম্ভব নয়।’
হরভজনের স্পষ্ট দাবি এই ঘটনায় অভিযুক্তরা যাতে কড়া শাস্তি পায়, যাতে এমন ঘটনা ভবিষ্যতে আর কোনওদিন না ঘটে। ‘এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিয়ে উদাহরণ তৈরি করার প্রয়োজন। তাহলেই আমরা আবার আমাদের সিস্টেমের ওপর বিশ্বাস ফিরে পাব। পাশাপাশি এই ঘটনা যেন আর কোনওদিন না ঘটে এবং আমরা এমন এক সমাজ গঠন করতে পারি যেখানে মহিলারা নিজেদের সুরক্ষিত মনে করেন, সেটাও নিশ্চিত করা আবশ্যক। আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, এখন নয়তো, আর কখন? আমার মতে এটাই কিছু করার সঠিক সময়। কলকাতার নির্যাতিতা ন্যায় পান। মহিলাদের বিরুদ্ধে অত্যাচার বন্ধ হোক।’ যোগ করেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ‘দুই গ্য়ালারি এক স্বর…’, আর জি কর কাণ্ডের রেশ! কলকাতা ডার্বি বাতিলের বিরুদ্ধে গর্জে উঠলেন ঋত্বিক, সৃজিত, প্রবীররা
আরও দেখুন